কর꧒ওয়া চৌথ ২০২৪-এর সেরা মেহেন্দি ডিজাইন রইল আপনার জন্য
করওয়া চৌথ, অনুষ্ঠানট🐲ি প্রধাꦆনত উত্তর এবং উত্তর-পশ্চিম ভারতের হিন্দু মহিলাদের উৎসব।
কার্তিক মাসের পূর্ণিমার পর চতুর্থ দিনে অনুষ্ঠি𒉰ত হয় এই উৎসব।
এই দিন মহিলারা সূর্যোদয় থেকে চন্দ্রোদয় পর্যন্ত উপবাস থাকেন স্বামীর দীর্ঘ আয়ু কা☂মনা করে।
এই বছর ২০ অক্টোবর পালন করা হবে করওয়া চৌথ।
করওয়া চৌথের অন্যতম একটি নিয়ম হল মহিলারা হাত এব♔ং🌊 পায়ে মেহেন্দি পড়েন।
বহু শতাব্দী ধরে এই নিয়ম পালন করে আসছেন মহিলারা।
এই মেহেন্দি অনুষ্ঠানকে শুভও বলে মনে করা হয়, তাই প্রতিবছর দু'হাত 🅰ভরে বিভিন্ন ডিজাইনের মেহেন্দি পরেন মহিলারা।
আজ🔯 এই প্রতিবেদনে তাই আপনার জন্য রইল ১০ এমন ইউনিক মেহেন্দি ডিজাইন
এই মেহেন্দি ডিজাইন আ✅পনাকে আলাদা করে রাখবে 𝔍সকলের থেকে।
চটপট দেখে নিন এই ডিজাইনগুলি
আপনার জন্য করওয়া চৌথের অনেক অনেক শুভেচ্ছা