♉শারদ পূর্ণিমায় মা লক্ষ্মীকে ঘরে এনে ধনদেবীর আরাধনায় মেতে ওঠার অপেক্ষায় গোটা বাংলা। ২০২৪ কোজাগরী লক্ষ্মীপুজো ঘিরে দিকে দিকে সাজো সাজো রব। বাঙালি গৃহস্থে দেবীর আরাধনার কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। ১৬ অক্টোবর, বুধবার রাতে পড়ছে পূর্ণিমা। সেই তিথি মেনে, ১৬ অক্টোবর, বুধবারই কোজাগরী লক্ষ্মীপুজো পালিত হচ্ছে। এই শুভ তিথিতে প্রিয়জনকে পাঠান লক্ষ্মীপুজোর শুভেচ্ছা।
'কোজাগরী' শব্দটি এসেছে ‘কো জাগ🌺তি’ শব্দ থেকে। অর্থাৎ ‘কে জেগে আছ’। এমন শুভ দিনে, সকলকে শুভেচ্ছা জানাতে ꦗচান? কী লিখবেন ভেবে পাচ্ছেন না? রইল কোজাগরী লক্ষ্মীপুজোর শুভেচ্ছা বার্তা।
(Kojagori Lakshmi Puj♏a 2024:কꦚোজাগরী লক্ষ্মীপুজোর আলপনায় কোন কোন আদল, প্রতীক-চিহ্ন থাকে নক্সার টানে? )
🍸১) মা লক্ষ্মীর কৃপায়ꦜ ঘরে আসুন শান্তি, সৌহার্দ্য। সকলে মিলে, সপরিবারে যেন একযোগে আনন্দে মেতে ওঠা যায় সেই কামনা করি।
২) ‘এসো মা লক্ষ্মী.. বসো ঘরে, আমার এ ঘরে থাক🍎ো আলো করে..’ এই বার্তার সঙ্গেই ২০২৪ কোজাগরী লক্ষ্মীপুজো সবার ভালো কাটার আহ্বান জানাই।
৩) দূ♒র হোক অনটন, দূর হোক ক্লেশ, ঘরে আসুন সৌভাগ্য, দুর্দিন হোক শেষ! এই ক♕ামনা করে কোজাগরী লক্ষ্মীপুজোয় জানাই শুভেচ্ছা।
৪) স🦹কলকে জানাই কোজাগরী লক্ষ্মী পুজোর প্রীতি ও শুভেচ্ছা। দেবী কৃপা আপনাদের সকলের উপর বর্ষিত হোক। ঘরে ভরে উঠুক আনন্দে, ধন-ধান্যে।
৫) সকল স🦩্থানে 𝔉তাঁরই অধিষ্ঠান, সেই গৃহলক্ষ্মী যাতে সংসার ভরিয়ে রাখে সেই কামনা করি। ভালো কাটুক কোজাগরী লক্ষ্মীপুজো।
৬) নারকেলের নাড়ু, মোয়া সহকারে প্রসাদে, ফুলে দেবীকে ভরিয়ে কোজাগরী লক্ষ্মী🐷পুজোর আনন্দে মেতে উঠুক সকলে। সৌহার্দ্যে সকলে সকলকে বুকে জড়িয়ে নিক। এই প্রার্থনা করে জানাই কোজাগরী লক্ষ্মীপুজোর শুভেচ্ছা।
৭) আপনার পরিবারে ভরে থা💛কুক সুখ, শান্তি ও সমৃদ্ধি। মা লক্ষ্মীর কাছে তেমনটাই🌳 কামনা করি। শুভ কোজাগরী লক্ষ্মী পুজো!
৮) শারদ পূর্ণিমা তিথিতে চাঁদেরဣ আলোয় থাকুক পায়েস, ঘরে আসুন লক্ষ্মীদেবী, ভরে উঠুক সংসার। এই প্রার্থনা করি। ভালো কাটুক লক্ষ্মীপুজো। ভালো কা🌟টুক বাকি সময়।
৯) সকল𓂃কে জানাই কোজ﷽াগরী লক্ষ্মী পুজোর প্রীতি ও শুভেচ্ছা।
১০) অক্ষয় হোক আপনার ধন-সম্পদ, সুখ-শান⛦্তি...শুভ🐽 কোজাগরী লক্ষ্মী পুজো!