বাংলা নিউজ > টুকিটাকি > Kojagori Purnima and Maa Tara: কোজাগরী পূর্ণিমায় তারা মায়ের মন্দিরে ভক্তের ঢল! কী তাৎপর্য দিনটির?
Kojagori Purnima And Maa Tara Puja: শারদীয়া শুক্লা চতুর্দশী তিথি। এই তিথিতেই আবির্ভাব হয়েছিল মা তারার। আর তাই এই দিন প্রতি বছরই তারাপীঠে ঢল নামে ভক্তদের। এই বিশেষ দিনে মা তাঁর গর্ভগৃহের বাইরে আসেন। বিশ্রাম মন্দিরে বসে সময় কাটান ভক্তদের সঙ্গে। ভোর থেকেই মন্দিরে উপচে পড়া ভিড় শুরু হয়ে যায়👍 তারাপীঠে। বুধবারও তার ব্যতিক্রম হল না। সকাল থেকেই তারাপীঠে মায়ের মন্দিরে দেখা গেল উপচে পড়া ভিড়। বিজয়া শেষ হতেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ চলে আসেন মায়ের মন্দিরে। শুধু পশ্চিমবঙ্গ নয়, ভিন রাজ্য়ের মানুষের উপস্থিতিও দেখা যায় এখানে। আবার পুজোর ছুটি কাটাতেও অনেকে তারাপীঠ এসে পৌঁছান। ফলে দুয়ে মিলে বীরভূমের এই তীর্থস্থানে এখন ভক্তের ঢল।
কোজাগরী পূর্ণিমা ও মায়ের আবির্ভাব তিথি একই দিনে
প্রসঙ্গত, তারা মায়ের আবির্ভাব তিথির সঙ্গে মিলে গিয়েছে কোজাগরী পূর্ণিমা। কোজাগরী পূর্ণিমা তিথি রাতে শুরু হলেও একই দিনে অর্থাৎ ১৬ অক্টোবর পড়েছে এই দুই বিশেষ দিন। বুধবার ভোরে সূর্যোদয়ের পর শুক্লা চতুর্দশী তিথি মেনে মাকে গর্ভগৃহ থেকে বিশ্রাম মন্দিরে আনা হয়েছে। তবে বিশ্রাম ﷽মন্দিরে মায়ের বসার একটি বিশেষ রীতি রয়েছে। আসলে তারাপীঠের কিছুটা দূরেই রয়েছে মা মৌলাক্ষা মন্দির। তিনি তারা মায়ের ছোট বোন। তাই মাকে বসানোর সময় বোনের বাড়ির দিকে মুখ করিয়েই বসানো হয়। মনে করা হয়, এতে মা তার বোনের সঙ্গে সারাদিন কথা বলতে পারবেন।আরও পড়ুন - Lakshmi P🤪uja Timi🅷ng: ক’টার মধ্যে সেরে ফেলতে হবে লক্ষ্মীপুজো? কী বলছে পঞ্জিকামত