গরমে ত্বকের বহু ধরনের সমস্যা হয়ে থাকে। সেই সময় বিভিন্ন মরশুমি ফল শরীরে দেয় আরাম। ত্বকের যত্নেও মরশুমি ফলের গুরুত্ব রয়েছে অপরিসীম। যে সমস্ত ফল ত্বককে সুন꧅্দর রাখতে সাহায্য𝓡 করে থাকে, তার মধ্যে লিচু অন্যতম!
লিচু কয়েকটা দিন পুরনো হয়ে꧋ গেলেই তা অনেকে ফেলে দেন। লিচুর যা দাম, তাতে তা ফেলতে নিশ্চয়ই গায়ে লাগে! তবে, লিচু যদি একটু পুরনো হয় তা ত্বকের যত্নে কাজে লাগান। লিচুর শাস ত্বকে লাগালেও কাজে দেয় তা ত্বকের যত্নেও কাজে দেয়। গরমে ত্বকে যে দাগ, ছোপ হয় অথবা পিগমেন্টেশনের সমস্যা হয়, তা কাটিয়ে দিতে লিচুর শাস খুবই কার্যকর ভূমিকা পা💙লন করে।
-লিচুতে রয়েছে অ্যান্টি এজিং গুণ। ফলে লিচুকে যেমন নিজের ডায়েটে শামিল করতে হবে আপনাকে, তেমনই একে ত্বকের যত্নেও রাখুন। বয়স বৃদ্ধির যে চিহ্ন মুখে পড়ে তা লিচুর গুণে চলে যায়। Video: ফুল দিয়ে বরের গাড়ি সাজানো এಞখন পুরনো! অভিনব ভাবনার সাজটি দেখুন
-লিচু খেলে ত্বকের উজ্জ্বলতাও বেড়ে যায়। ত্বকের টোনিং-এ সাহায্য করে লিচু। যেহেতু লিচুতে রয়েছে ভিটামিন সি,তাই এটি ত্বকে ধবধবে রাখতেও সাহায্য করে। দাম্পত্য প্রেম♈ থাকবে তু💎ঙ্গে, রয়েছে টাকা, গাড়ি আসার যোগ! জুনে ভাগ্য ফিরছে কাদের?