১। ঠাকুমা: যা-ই বলিস! আমাদের সময় গানগুলো ছিল অনেক বেশি মেলোড𒉰িনির্ভর। শুনেই মন ভরে যেত। আর এখন কীꦛ গান বাজছে দেখ!
নাতনি: ঠাকুমা! এটা গান বাজছে না! রান্ন🍌াঘরে মিক্সি 𒅌চলছে।
(আরও পড়ুন: আকাশ মেঘলা, কিন্তু মন থাকুক ঝলমলে! পড়ে নিন, দিনের সে⛦রা ৫ জোকস, জমে যাক🌱 দিনটি)
২। এক এলাকায় আগুন লেগেছে। বিশাল আগুন! সঙ্গে সঙ্গে গুলির বেগে ছুটে এল দমকল বাহিনী। এবং দ্রুত এসে ধুপধাপ তারা✱ আগুন নিভিয়ে ফেলল।
তাদের এই কাজ দেখে খুশি হয়ে এলাকার লোকজ﷽ন চাঁদা তুলে তাদের পাঁচ হাজার টাকা পুরস্কার দিল। তারপর তারা জানতে চাইল, এই যে পাঁচ হাজার টাকা পেল, এ দিয়ে তারা কী করবে।
উ♔ত্তরে দমকল বাহিনীর লোকেরা জানাল, ღতাদের কোনেও গাড়িতেই ব্রেক নেই! ব্রেক লাগাবে!
(আরও পড়ুন: উই𒈔কেন্ড তো শুরু, এবার মেজাজ বানান ফুরফুরে, মেঘলা দিনে পড়ুন সেরা ৫ জোকস)
৩। মা: ডিনার খেতে অনেক গেস্ট আসবে এখন। যাও, তাড়াতাড়ি হাতᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚ-মুখ 𒊎ধুয়ে ভালো কাপড়চোপড় পরে তৈরি হয়ে এসো।
ছোট্ট বুবাই: গেস্টরা কি আমাকেই খাবে মা?
(আরও পড়ুন: হাসতে হাসতে কাটিয়ে ফেলুন সব চাপ! সক🎃াল সꦿকাল পড়ুন দিনের সেরা ৫ জোকস, থাকুন মজায়)
৪। ঘোড়া বলল: আমরা মান𝔍বজাতির সবচেয়ে বড় বন্ধু। আমরা তাদের কঠিন কাজগুলো করে দিয়ে তাদের জীবন সহজ করে দিই। যুদ্ধের সময় আমরা অপরিহার্য। সোজা কথা, মানবজাতির কর্মে-বিশ্রামে-যুদ্ধে আমাদের বিকল্প নেই।
শুনে গাধা বলল: বললেই হলো! দেখো, একসময় মানুষ গাড়ি আবিষ্কার করবে, তৈরি করবে আধুনিক অস্ত্র। তখন তোমার প্রয়োজন আর থাকবে না। 🏅আর আমরা, গাধারা, মানবজাতির ভেতরে চিরক💦ালই থাকব।
(আরও পড়ুন: অনেক দিন প্রাণভরে হাসেননি, কারণ পড়া🃏 হয়নি জোকস! আজই পড়ুন দিনের স꧑েরা ৫)
৫। নিজেকে খুব পাকা শিকারী হিসাবে জাহ💛ির করে মামা ভাগ্নেকে নিয়ে শিকার করতে গেলেন।
একঝাঁক উড়ন্ত বক দেখে মামা বললেন, ‘দেখিস, এখানে থেকে কেমন গুলি করে একটাকে ফেলে দেব। শুধু দেখ তুই!✃’
মামা গুলি করলেন, কিন্তু একটা বকও পড়ল না।
–কই মামা, গুলি তো লাগল না।
–পৃথিবীর ᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚসবচেয়ে আশ্চর্যজনক ঘটনা𝔍টাই এখন ঘটেছে। গুলি লাগার পরও বক উড়ে যাচ্ছে!