বাংলা নিউজ > টুকিটাকি > বিল ছিঁড়ে সংসদেই নাচ শুরু তরুণী সাংসদের! অভিনব প্রতিবাদে মুলতুবি হল অধিবেশন, দেখুন ভাইরাল ভিডিয়ো
Viral Video:অভিনব প্রতিবাদ। প্রতিবাদের নয়া ধরন এবার দেখল নিউজিল্যান্ড। আদিবাসী চুক্তি বিলের প্রতিবাদে নিউজিল্যান্ডের সংসদভবনেই নাচলেন তরুণী সাংসদ। উত্তেজিত অবস্থায় তাঁকে বিল ছিড়ে ফেলতে দেখা যায়। তার পরেই নিজের স্থান ছেড়ে মধ্যস্থলে এসে নাচ শুরু করেন তিনি। ঐতিহ্যবাহী হাকা ডান্সের♛ তালে তালে তাঁর সঙ্গে পা মেলাতে দেখা যায় আরও কয়েকজন সাংসদকে। শুধু তাই নয়, গ্যালারিতেও একই ছন্দে শুরু হয় নাচ। নাচের মধ্যে দিয়ে বিলের বিরুদ্ধে প্রতিবাদ। যদিও এই কাণ্ডকে অভব্য আচরণ ধরে নিয়ে সাসপেন্ড করা হয় অধিবেশন।
নিউজিল্যান্ড পার্লামেন্টের ঘটনা
সম্প্রতি নিউজিল্যান্ড পার্লামেন্টের এই ভিডিয়ো ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। এক্সসহ বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে শেয়ার হয়েছে এই ভিডিয়ো। হানা-রাউহিতি কারিরিকি মাইপি-ক্লার্ক ওরফে মাইপি ক্লার্ক নিউজিল্যান্ড পার্লামেন্টের সর্বকনিষ্ঠ সাংসদ। মাত্র ২২ বছরেই তিনি সাংসদ পদ অর্জন করেছেন। মাইপি মাওরি সম্প্রদায়ের তরুণী। স্বাভাবিক অর্থেই তিনি বিলটির বিরোধী ছিলেন। তাই বিলটি নিয়ে ভোটাভুটির মধ্যেই তিনি 💝কাগজ ছিঁড়ে ফেলেন। উত্তেজিত হানার সেই মুহূর্তের কথাবার্তাও ছিল বেশ উচ্চস্বরে উত্তেজিত ভঙ্গিতে। এরপরেই সেই কাণ্ডটি ঘটান তিনি।আরও পড়ুন - বেকার হলেই স꧅হ্য করতে হয় হ্যাটা! তারপরেও শান্তিপুরে♈র যুবকরা অগ্রণী মহাযজ্ঞে
তরুণী সাংসদের অভিনব প্রতিবাদ
সরাসরি নিজের স্থান ছেড়ে বেরিয়ে চলে আসেন সংসদের মধ্যস্থলে। একটি বিশেষ𒁃 নৃত্যশৈলির তালে তালে। সেটি হল হাকা। হানার এই অভিনব প্রতিবাদে সঙ্গে সঙ্গে সাড়া দিতে দেখা যায় আরও দুজনকে। এক পুরুষ ও এক মহিলা এগিয়ে আসেন হানার পাশে। তাঁর সঙ্গে তালে তালে শুরু করেন আদিবাসীদের ঐতিহ্যবাহী হাকা নাচ।আরও পড়ুন - মাত্র ১১ টাকায় আনল🍨িমিটেড ডেটা দেবে Jio! কত জিবি? জেনে নিন প্যাকের ভ্যালিডিটি