হালে প্রকাশিত হয়েছে Henley Passport Index সমীক্ষার রিপোর্ট। বর𝔍্তম🌊ানে কোন দেশের পাসপোর্ট কতটা শক্তিশালী, তার মাপকাঠি এই রিপোর্টটি। কীভাবে বোঝা যায়, কোন দেশের পাসপোর্ট কতটা শক্তিশালী? এর প্রমাণ হল, কোন দেশের পাসপোর্ট থাকলে বিনা ভিসায় কতগুলি দেশে যাওয়া যায়, সেই সংখ্যা।
তালিকার এক নম্বরে রয়েছে জাপান। এই দেশের পাসপোর্ট থাকলে ১৯৩টি দেশে বিনা বাধায় এবং বিনা ভিসায় যাওয়া যায়। তালিকায় ভারতের নাম রয়েছে ৮৭ নম্বরে। শুনে মনে হতে পারে, ভারতীয় পাসপোর্ট হাতে থাকলে বোধহয় প্রায় কোনও দেশেই বিনা ভিসায় যাওয়া সম্ভব নয়, বা গেলেও তার সংখ্যা খুবই কম। কিন্তু বিষয়টি মোটেও তা নয়। বরং ৬০টি দেশে যাওয়া যেতে পারে ভারতীয় পাসপোর্ট থাকলে। লাগবে না কোনও ভিসা। (আরও পড়ুন: পৃথিবীর সবচেয়ে ‘শক্তিশালী’ পাসপোর্ট কোন দেশের? ভারত কত নম্বরে আছে জানেন)
দেখে নেওয়া যাক, এই দেশগুলি কী কী। রইল তালিকা।
১। কুক দ্বীপপুঞ্জ
২। ফিজি
৩। মার্শাল দ্বীপপুঞ্জ
৪। মাইক্রোনেশিয়া
৫। নিউ
৬। পালাউ দ্বীপপুঞ্জ
৭। সামোয়া
৮। টুভালু
৯। ভানুয়াতু
১০। ইরান
১১। জর্ডন
১২। ওমান
১৩। কাতার
১৪। আলবেনিয়া