জলে কুমির ডাঙ্গায় বাঘ, কথাটা নিশ্চয়ই শুনে থাকবেন। কিন্তু এবার জলে অন্যরকম বিপদ ধরা পড়ল সারা দে🎀শ জুড়ে। আপনি কী জানেন, সারা বিশ্বের আনুমানিক ৪৪০ কোটি মানুষ প্রতিনিয়ত বিপজ্জনক জল পান করে চলেছে প্রতিনিয়ত। সম্প্রতি সায়েন্স পত্রিকায় প্রকাশিত হল এমন একটি রিপোর্ট।
সুইস ফেডেরাল ইনস্টিটিউট অফ অ্যাকোয়াটিক সায়েন্স অ্যান্ড টেকনোলজি- র জল বিশেষজ্ঞ এস্থার গ্রিনউড। তিনি বলেন, এত মানুষের কাছে পানীয় জল নেই তা মেনে নেওয়া যায় না। অবিলম্বে এই পরিস্থ🧸িতির বদল দরকার। বিশ্বের জনসংখ্যার প্রায় অর্ধেকের বেশি মানুষ এই মুহূর্তে পরিশ্রুত পানীয় জল পাচ্ছেন না, প্রতিমুহূর্তে তাঁরা খাচ্ছেন বিপদজনক পানীয় জল।
২০১৫ সাꦉল থেকে এই বিষয়ে একটি সমীক্ষা শুরু করেছিল ইউনাইটেড নেশনস। কুয়োর জল অথবা জলের পাইপ, বৃষ্টির জল সঠিকভাবে সংরক্ষিত হচ্ছে কিনা, তা দেখা হতো। তাতে দেখা গিয়েছিল, বিশ্বের জনসংখ্যার ৯০% মানুষ পানীয় জল পাচ্ছেন, কিন্তু তা নিরাপদ কতখানি তা নিয়ে তথ্য একেবারেই পাওয়া যায়নি।
(আরও পড়ুন: টেক্সাসে তৈরি হল ভ🐎গবান হনুমানের ৯০ ফুটের মূর্তি! এর বিশেষত্ব জানলে চমকে যাবেন)
এই প্রসঙ্গে গ্রিন𒉰উড বলেন, ‘পানীয় জলের গুণমান নিয়ে এখনও যথেষ্ট তথ্য আমাদের কাছে নেই। আজকের দিনে দাড়িয়ে, জলের গুনমান সংক্রান্ত যে তথ্যভাণ্ডার আমাদের কাছে রয়েছে, তাতে বিশ্বের জনসংখ্যার অর্ধেক মানুষ স্থানীয় জল পাচ্ছেন সুষ্ঠুভাবে, বাকি অর্ধেক জনসংখ্যার কাছে স্বচ্ছ পানীয় জলের ব্যবস্থা নেই।’
প্রত্যেক মানুষের কাছে স্বচ্ছ পানীয় জল পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে ২০১৫ সালে রাষ্ট্রপুঞ্জ সুস্থায়ী উন্নয়ন প্রকল্প তৈরি করেছিল, যার অনไ্যতম লক্ষ্য ছিল ২০৩০ সালের মধ্যে মানুষের কাছে সুলভে নিরাপদ পানীয় জল পৌঁছে দেওয়া। এই লক্ষ্যমাত্রা মাথায় রেখ🍒ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং রাষ্ট্রপুঞ্জের শিশু অধিকার সংস্থা ইউনিসেফ- এর যৌথ উদ্যোগে তৈরি জয়েন্ট মনিটারিং প্রোগ্রাম ফর ওয়াটার সাপ্লাই, স্যানিটেশন অ্যান্ড হাইজিন গবেষণা শুরু করে।
২০২০ সালে তারা জানায়, আনুমানিক ২২০ কোটি মানুষের কাছে নিরাপদ জলের জোগান নেই। বিভিন্ন দ♐েশের থেকে জনগণের বিষয়ে তথ্য সংগ্রহ করতে শুরু করে এই বিষয়ের ওপর একটি হিসেব কষা হয়। এরপর এই তথ্যের উপর ভিত্তি করে গ্রিনিউড এবং তাঁর সতীর্থরা ভিন্ন পদ্ধতিতে হিসেব করেন। মোট চারটি বিষয়ের মধ্যে অন্তত তিনটি বিষয় তাঁরা খতিয়ে দেখেন।
এই হিসেব থেকে দেখা যায়, ৪০ শতাংশ মানুষের কাছে দূষণমুক্ত জল রয়েছে, ৫০ শতাংশ মানুষের কাছে উন্নত পানীয় জলের ব্যবস্থা রয়েছে এবং ২০% মানুষের কাছে বাড়িতে জলের যোগান রয়েছে। এই হিসাব থেকে ধরে নেওয়া যায়, ভারতের মোট জনসংখ্যার ২০ শ⛎তাংশ মা𒉰নুষের কাছে নিরাপদ পানীয় জলের সংস্থান রয়েছে। সাইন্স পত্রিকায় প্রকাশিত এই রিপোর্টটিতে এই পদ্ধতিতে ২০১৬ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত, ২৭ টি নিম্ন এবং মাঝারি আয়ের দেশের ৬৪,৭২৩টি পরিবারের বিষয়ে তথ্য সংগ্রহ করা হয়।
(আরও পড়ুন: মশা দিবস ২০২৪ সালের থিম কী? তারিখ﷽, ইতিহাস, ত⛎াৎপর্য জানুন)
এই তথ্যের ওপর ভিত্তি করে কোনও পরিবারের কাছে যদি উপরোক্ত চারটি বিষয়ের মধ্যে কোনওটাই না থাকে, তাহলে ধরে নেওয়া হয় তাদের কাছে নিরাপদ পানীয় জল নেই।🍃 এই তথ্য এবং মেশিন লার্নিং অ্যালগরিদমের সাহায্য নিয়ে দেখা যায়, আনুমানিক ৪৪০ কোটি ম♎ানুষের কাছে নিরাপদ পানীয় জলের সংস্থান নেই। এই বিশাল সংকট মানুষরা যা জল পান করছেন, তার মধ্যে রয়েছে কোলাই-এর মত ব্যাকটেরিয়া। তবে এই বিশাল সংখ্যক মানুষের বেশিরভাগ বাস করেন দক্ষিণ এশিয়া এবং সাব সাহারান আফ্রিকার মতো দেশগুলিতে।