পরবর্তী খবর
বাংলা নিউজ > টুকিটাকি > How to Detect Omicron: কোভিডের সব রকম লক্ষণ রয়েছে, কিন্তু পরীক্ষার ফল নেগেটিভ আসছে, কেন জানেন
কোভিডের সব ধরনের উপসর্গ রয়েছে শরীরে। কিন্তু পরীক্ষা করালেই তার ফল নেগেটিভ আসছে। এমন ঘটনা ঘটছে অনেকের ক্ষেত্রেই। কেন এমন হচ্༺ছে?
হালে livemint.com-কে দেওয়া এক সাক্ষাৎকারে চিকিৎসক ভরেশ দেড়িয়া বল💃েছেন, এটি 🐓অনেকের ক্ষেত্রেই ঘটছে। কেন এমন হচ্ছে, সে সম্পর্কে বেশ কয়েকটি কারণের কথা বলেছেন তিনি।
দেখে নেওয়া যাক কী কী কারণে ꦗকꦗোভিড পরীক্ষার ফল ভুল আসতে পারে:
- লালারসের নমুনা নেওয়ার সময়ে পদ্ধতিগত ভুল থাকছে অনেক সময়ে। সেটিই ভুল রিপোর্ট আসার অন্যতম কারণ।
- নমুনা কীভাবে সংরক্ষণ করা হচ্ছে। পরীক্ষার আগে পর্যন্ত পাত্রটিকে ঠিক করে রাখা হচ্ছে কি না, তার উপরেও নির্ভর করে ফলে কেমন আসবে। স্বাস্থ্যকর্মীরা দক্ষ হাতে কাজটি করেন। কিন্তু নিজে নিজে Rapid Test বা RAT করানোর সময়ে সমস্যা থেকে যাচ্ছে।
- চিকিৎসকের মতে, ওমিক্রনের মতো করোনার রূপের ক্ষেত্রে ভাইরাল লোড প্রচমঢ্ কম। সেটিও ভুল ফল আসার আরও একটি কারণ।
- RAT পরীক্ষার চেয়ে RT-PCR বেশি ভালো। কারণ RT-PCR-এ তুলনায় অনেক নির্ভুল ফল আসে।
- কোনও কোনও ক্ষেত্রে ওমিক্রনের মতো করোনার রূপ RT-PCR পরীক্ষাকেও ফাঁকি দিত পারে। সেক্ষেত্রে ভুল ফল আসার আশঙ্কা থাকে।
চিকিৎসক হরিশ চাফলে livemint.com-কে বলেছেন, কোন কোন উপসর্গ দেখলে সাবধান হতে হবে। পরীক্ষার ফল নেগেটিভ এলেও এই উপসর্গগুলি থাকলে সাবধান হওয়ার পর💃ামর্শ দিচ্ছেন চিকিৎসক।
- সাধারণ উপসর্গ: জ্বর, কাশি, ক্লান্তি, স্বাদ-গন্ধের বোধ কমে যাওয়া।
- বিরল উপসর্গ: গলাব্যথা, মাথাধরা, গায়ে ব্যথা, পেটের গণ্ডগোল, ত্বকে প্রদাহ, আঙুলের ত্বকের রং বদলে যাওয়া, চোখজ্বালা।
- মারাত্মক উপসর্গ: শ্বাসকষ্ট, কথা বলার বা নড়াচড়ার ক্ষমতা চলে যাওয়া, ভাবনাচিন্তা গুলিয়ে যাওয়া, বুকে ব্যথা।