৭🦩-১৪ ফেব্রুয়ারী, ৭ দিনব্যাপী প্রেমের উৎসব। এই ভ্যালেন্টাইনস সপ্তাহের দ্বিতীয় দিনꦏ প্রস্তাব দিবস অর্থাৎ প্রপোজ ডে। একে অপরকে জানার কয়েক মাস বা বছর পরে, এমন একটি সময় আসে যখন আপনি সম্পর্কের দিকে এগিয়ে যেতে চান এবং সেই সম্পর্কে হাত বাড়ানোর জন্য সঙ্গীকে বিশেষ প্রস্তাবটি দিয়ে থাকেন। তবে, অনেক ক্ষেত্রেই এমন হয়েছে যখন পছন্দের কাউকে প্রেম বা বিয়ের প্রস্তাব দিতে গিয়ে কিছু ভুল করে বসেছেন অনেকেই। ফলে আশা পূরণ হয়নি। তাই ২০২৪ সালের ভ্যালেন্টাইনস সপ্তাহে যাতে আপনার প্রেম পূর্ণতা পায়, তা নিশ্চিত করতে সঙ্গীকে প্রস্তাব দেওয়ার সময়, কিছু মৌলিক নিয়ম অনুসরণ করতে ভুলবেন না।
মূলত, প্রপোজ করার বিষয়টি বেশ চাপের। নার্ভাসনেস বেড়ে যায়। কেউ কেউ তো মোক্ষম সময়ে আসল জিনিসটাই বলতে ভুলে যান। এর ধরনের অস্বস্তিকর বিষয় এড়াতে জেনে নিতে হবে, কোন ভুলগুলি এড়ালে প্রপোজ করতে গিয়ে অস্বস্তিতে 🎃পড়বেন না। ব্যর্থ হয়েও ফিরেও আসবেন না। এই প্রসঙ্গে, এখানে ৬টি দারুণ পরামর্শ দিয়েছেন ডাঃ চাঁদনী।
১) আপনার সঙ্গী লাজুক হলে:
ভিড়ের মাঝে সারপ্রাইজ দিতে তো ভালো লাগে। কিন্তু যাকে দিচ্ছেন, তার কি সেই বিষয়টি ভালো লাগবে? তা জꦐানুন। যদি আপনার সঙ্গী লাজুক হন তবে গোপনীয়তা বজায় রাখুন। মনে রাখবেন, আপনার 🌊ভালোবাসা প্রকাশ করার আগে আপনার ক্রাশের পছন্দ-অপছন্দ জেনে নিন। না জেনে ও না বুঝে প্রপোজ করবেন না।
২) সম্পর্কে ফোকাস করুন
অযৌক্তিক অঙ্গভঙ্গি না করে সামাজিক স্বভাব বজায় রাখুন। কথা বার্তা বলুন। একে অপরের অনুভূত🗹ি বোঝার চেষ্টা করুন। নিজের ইগো বা অহংকারকে দূরে ঠেলে সারাজীবন এক সঙ্গে থাকার অঙ্গীকার করুন, পাশে থাকার আশ্বাস দিন।
৩) গোপন করবেন না কিছু
প্রেম হারান꧑ো বা বিচ্ছেদের মেয়ে কঠিন সত্যের মতো বিষয়গুলি গোপন রাখবেন না৷ কারণ গোপনীয়তা দিয়ে সম্পর্কের শুরুট๊া নিরাপত্তাহীনতার জন্ম দেয় এবং ভরসা নষ্ট করে।
৪) কথোপকথন এড়িয়ে যাবেন না
নার্ভাস হয়ে দুজনেই চুপ থাকলে কথা বলবে কে। এটা যেমন মাথায় রাখতে হবে, ঠিক তেমনই বিয়ের প্রস্তাব দিতে গিয়ে শুধু আশা করবেন না যে আপনার প্রিয়জন সবটা না জেনে হ্যাঁ বলে দেবেন।🌳 তাই তাঁর সঙ্গে নিজের চিন্তাভাবনা শেয়ဣার করুন।
৫) অনুভূতি বোঝার চেষ্টা করুন
বিয়ের বা প্রেমের প্রস্তাব দিতে গিয়ে যদি মনে হয় যে আপনার প্♕রিয়জন হয়ত আপনার প্রস্তাবে নাও রাজি হতে পারেন। তাহলে তাঁকে জোর করবেন না। তাঁকে বোঝার চেষ্টা করুন। কথা বলুন।
৬) ভালোবাসুন মন থেকে
দেখানোর প্রয়োজন নেই। ভালোবাসুন মন থেকে। বিয়ের প্রস্তাব দিতে গিয়ে প্রয়োজন নেই ফ্যাশ মব দিয়ে গান গ♕াওয়ানোর, প্রয়োজন নেই ম🤡িষ্টি শায়ারি শুনিয়ে প্রেম বোঝানোর, শুধু পাশে বসে মনের কথাটা বলুন। সঙ্গী এমনিতেই বুঝে যাবেন।