রণবীর ভট্টাচার্য
মার্চ মাসে এবার গন্তব্য হোক রাজস্থান!
তবে ফেলুদার স্মৃতিমাখা রাস্তা ধরে নয়, কিম্বা মরুভূমির বিস্তীর্ণ পথ জুড়ে উটের পিঠেও নয়, বরং বিকিকিনির রাস্তা ধরে শহরে আবেগ আর বাস্তবতার পসরা নিয়ে রাজস্থান সরকারের তরফে আমন্ত্রণ জানানো হল এক পাঁচতারা হোটেলের ঘেরাটোপে। কলকাতার সঙ্গে রাজস্থানের সম্পর্ক কয়েক দশকের নয়, বরং কয়েক শতাব্দীর। শহরের মারোয়ারি মহলকে এক প্রকার ঘরে ফেরার গান নিয়ে বিস্তারিত জানালেন রাজস্থান এক্সপোর্ট❀ এবং প্রমোশন কাউন্সিলের তরফ থেকে।
এই প্রসঙ্গে রাজীব অরোরা, চেয়ারম্যান, রাজস্থান এক্সপোর্ট প্রমোশন কাউন্সিল জানান, ‘সামনের মাসে অর্থাৎ ২০-২২ শে মার্চ যোধপু♑রে রাজস্থান ইন্টারন্যাশনাল এক্সপো ২০২৩ অনুষ্ঠিত হতে চলেছে। আমরা আশা করছি ৩০০-৪০০ সাপ্লায়ার আসবেন এবং ৭০০ থেকে ১০০ ক্রেতা আশা করছি। আর যদি দ♒র্শকের কথা বলা হয়, তাহলে ১০,০০০ এর অধিক জনসমাগম হবে এই ব্যাপারে আমরা আশাবাদী।’
‘বলাই বাহুল্য যে আমাদের সরকার ভারতে প্রথমবার অনাবাসী রাজস্থানীদের জন্য আলাদা সেল বানিয়েছে। জেলা স্তর এবং রাজ্য স্তর - উভয় ক্ষেত্রেই 💎আমরা আশা রাখছি যে জোরদার সাড়াಞ ফেলবে এই প্রয়াস। মাথায় রাখতে হবে যে যোধপুর ভারতের হস্তশিল্পের রাজধানী। তাই এই শিল্পমেলার গুরুত্ব অপরিসীম। কোভিড পরবর্তী পরিস্থিতিতে ইতিমধ্যেই যথেষ্ট সাড়া পাওয়া গিয়েছে। ৩০০র উপর স্টল থাকছে, যেখানে হস্তশিল্প, আসবাবপত্র, টেক্সটাইল এবং বস্ত্র, এগ্রি-ফুড, ইঞ্জিনিয়ারিংসহ একাধিক শিল্পের সমারহ থাকতে চলেছে এই এক্সপোতে,’
জানানꦐ, ধীরাজ শ্রীবাস্তব, কমিশনার, রাজস্থান ফাউন্ডেশন।
অশোক গেহলট সরকারের কাছে এই এক্সপোর গুরুত্ব অপরিসীম। তাই বাংলার রাজস্থানিরা এই উদ্যোগ🍃ে কতটা এগিয়ে আসব🦩েন, সেই দিকে নজর থাকবে বাংলার সাবেক বণিকমহলের।