ভাই ও বোনের ভালবাসার সম্পর্কের প্রতীক হল রাখী বন্ধন উৎসব। প্রতিবছর শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে এই উৎসব পালিত হয়। রাখী কথাটি মূলত এসেছে রক্ষা থেকে। সেইজন্য হিন্দি ভাষায় একে রক্ষা বন্ধন বলা হয়। এই বছর রাখী বন্ধন উৎসব পালিত হচ্ছে ৩১ অগস্ট, বৃহস্পতিবার। বোনেরা এই দিন ভাইয়ের হাতে রাখী বেঁধে দেবে। রাখী বন্ধন উৎসবটি ভাই বা দাদার প্রতি দিদি 𒀰বা বোনের ভালবাসা ও ভাইয়ের মঙ্গলকামনা করা এবং দিদি বা বোনকে আজীবন রক্ষা করার ভাই বা দাদার শপথের প্রতীক। রাখি বন্ধনের দিন কীভাবে ভাই বা বোনকে শুভেচ্ছা পাঠাবেন জেনে নিন এখান থেকে।
১ বছর ঘুরে এলো ভাই বোনের উৎসবের তিথি
তোর হাতে পড়াবো চির বন্ধনের রাখি।
শুভ রাখি বন্ধনের শুভেচ্ছা।
২ হাতে বাঁধলাম ভালবাসার বন্ধন
এই বন্ধন থাকে যেন সদা চিরন্তন।
রইল শুভ রাখি পূর্ণিমার শুভেচ্ছা।
৩ রাখির এই সুতো করবে মজবুত
ভাই বোনের বন্ধন হবে অটুট।
শুভ রাখি বন্ধন।
৪ রাখির এই শুভ ক্ষণে প্রার্থনা করি সদা
সুখ সমৃদ্ধিতে ভরে উঠুক তোমার জীবন সদা।
শুভ রাখি বন্ধনের শুভেচ্ছা।
৫ রাখি পরিয়ে বাধলি তুই ভালবাসার ডোরে
ভালোবাসার প্রতিশ্রুতি দিলাম তোরে চির জীবনের তরে।
শুভ রাখি পূর্ণিমার শুভেচ্ছা।
৬ চন্দনের টিকা রঙিন সুতো
ভাইয়ের আশা বোনের ভালোবাসা
তোমাকে জানাই রাখি বন্ধন উৎসবের শুভেচ্ছা।
রইল শুভ রাখি বন্ধনের শুভেচ্ছা।
৭ বেঁধে রাখবো তোরে রাখির বাঁধনে
রাখির শুভক্ষণ আসুক ফিরে বারে বারে।
শুভ রাখি পূর্ণিমা।
৮ তুই দূরে থাকলেও আছিস প্রাণের কাছাকাছি
রাখির এই শুভক্ষণে জানাই তোকে ভালোবাসি।
শুভ রাখি বন্ধন উৎসবের শুভেচ্ছা।