রমজান হল ইসলাম ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ সময়। সেই সময় বিশ্বব্যাপী ইসলাম ধর্মাবলম্বী মানুষরা রোজা পালন করেন। চলতি বছর ভারত এবং বাংলাদেশে ১২ এপ্রিল (সোমবা🌌র) সন্ধ্যার প্রার্থনার পর চাঁদ দেখতে পাওয়া গেলে আগামিকাল (১৩ এপ্রিল) থেকে শুরু হবে পবিত্র রমজান মাস।
রমজানের সঙ্গে ওতোপ্রোতভাবে জড়িয়ে রয়েছে রোজা শব্দটি। ফারসি ও উর্দু ভাষায় এই শব্দের প্রচালন রয়েছে। রোজার আরবি অর্থ হল সাওম। সাওম শব্দের আক্ষরিক অর্থ বিরত থাকা। গোটা রমজান মাস ধরে রোজার উপবাস পালন করেন মুসলমান সম্প্রদায়ের মানুষ। আর এই রোজার সঙ্গে যে দুটো শব্দ জড়িয়ে, তা হল সেহরি ও ইফতার। ইসলাম ধর্মাবলম্বীরা খুব গুরুত্ব সহকারে সেহরি এবং ইফতার সারেন রমজানের সময়। রোজা শুরুর আগﷺে ভোরবেলায় দিনের প্রথম যে খাবার খান, তা হল সেহরি এবং রোজার পর যে খাবার খান, তা হল ইফতার।
প্রথম সেহরি ও প্রথম ইফতারের সময় জেনে নিন (যদি সোমবার সন্ধ্যায় চাঁদ দেখা যায়) -
১) কলকাতা൲ : সেহরির সময় - ভোর ৪ টে ১ ম��িনিট। ইফতারের সময় - বিকেল ৫ টা ৫৭ মিনিট।
২) মালদহ : সেহরির সময় ♏- ভোর ৩ টে ৫৮ মিনিট। ইফতারের সময় - সন্ধ্য🎃া ৬ টা।
৩) মুর্শিদা🃏বাদ : সেহরির সময় - ভোর ৩ টে ৫৯ মিনিট। ইফতারের সময় - বিকেল ৫ টা ৫৮ মিনিট।
৪) জলপাইগুড়ি : সেহরি⭕র সময় - ভোর ৩ টে ৫৩ মিনিট। ইফতা🔜রের সময় - বিকেল ৫ টা ৫৯ মিনিট।
৫) ঢাকা : সেহরির সময় - ভোর ৪ টেꦛ ২১ মিনিট। ই💜ফতারের সময় - সন্ধ্যা ৬ টা ২০ মিনিট।