করোনা সংক্রমণের চোখ রাঙানির মাঝে পালিত হচ্ছে রমজান মাস꧒। ইসলাম ধর্মাবলম্বীদের কাছে এই মাস সবচেয়ে পবিত্র। রোজা পালনের মধ্য দিয়ে ঈশ্বরের ভক্তিতে মগ্ন থা꧅কেন সকলে।
রোজার দিনে সূর্যোদয়ের আগে নামাজের পর সেহরি খেয়ে শুরু হয় রোজা। সারাদিন উপবাস করে সূর্য অস্ত গেলে আজানের পর ইফಌতারের মাধ্যমে উপবাস ভঙ্গ করা হয়। এ সময় যে সমস্ত খাবার-দাবার তৈরি করা হয়, তা দর🅠িদ্র ও অসহায় মানুষের মধ্যেও বিতড়ণ করা হয়।
এখানে জানুন ২৯ এপ্রিল ২০২১-🎉এর স🔥েহরি এবং ইফতারের সময়—
১. কলকাতা : সেহরির সময় - ভোর 🥀৩ টে ৪৬ মিনিট। ইফতারের সময় - সন্ধ্যা ৬ টাﷺ ০৩ মিনিট।
২. হাওড়া 💃: সেহরির সময় - ভোর ৩ টে ৪৬ মিনিট। ইফতারের সময় - সন্ধ্যা ৬টা ০৩ মিনিট।
৩. ডায়মন্ড হারবার : সেহরির সময় - ভোর ৩ টে ৪৮ মিনিট। ইফতারে♕র সময় – সন্🔯ধ্যা ৬ টা ০৩ মিনিট।
৪. মালদহ : সেহরির সময় - ভোর ৩ টে ৪২ মিনিট। ইফতারের সময় - 💟সন্ধ্যা ৬ টা ০৭ মিনিট।
৫. মুর্শিদাবাদ : সেহরির সময় - ভোর ৩ টে ৪৩ মিনিট। ইফতার🐬ের সময় - সন্ধ্যা ৬ টা ০৬ ম🐟িনিট।
৬. জলপাইগুড়ি : 𝐆সেহরির সময় - ভোর ৩ টে ৩৬ মিনিট। ইফতারের সময় - সন্ধ্যা ৬ টা ০৭ মিনিট।
৭. শিলিগুড়ি : সেহরির সম꧑য় - ভোর ৩ টে ৩৭ মিনিট। ইফতারের সময় - সন্ধ্যা ৬ টা ০৮ মিনিট।
৮. আগরতলা𓆏 : সেহরির সময় - ভোর ৩ টে ৩২ মিনিট। ইফতারের সময় - বিকেল ৫ টা ৫৩ মিনিট।
৯. ঢাকা : সেহরির সময় - ভোর ৪ টে&n🐬bsp;০৬ মিনিট। ইফতারের সময় -꧃ সন্ধ্যা ৬ টা ২৬ মিনিট।
১০. লন্ডন : সেহরির সময় - ভোর ৩ 🌄টে ০৮ মিনিট। ইফতারের সময় -༒ রাত ৮ টা ২২ মিনিট।
১১. দুবাই : সেহরির সময় - ভোর ৪ টে ২০🦩 মিনিট। ইফতারের সময় - সন্ধ্যা ৬ টা ৪৯ মিনিট।