ভালো মানের রিল তৈরি করার জন্য দরকার ছিল নিকোন ক্যামেরা। কিন্তু কেনার সামর্থ ছিল না। তাই চুরি কর💞তেও দু'বার ভাবলেন না পরিচারিকা মহিলা। আজকালের রিল কীভাবে একজন মানুষকে বিপথে নিয়ে পারে, তার আরও একটি জ্বলন্ত উদাহরণ সামনে এসেছে।
জানা গিয়েছে, দিল্লির একটি বাংলোতে ♔কর্মরত এক মহিলা রিল তৈরির জন্য একটি ডিএসএলআর ক্যামেরা কিনতে চুরি করেছেন লক্ষ টাকার গয়না। ওই মহিলার নাম নীতু যাদব। দিল্লি পুলিশ রবিবার তাঁকে গꦦ্রেফতারও করেছে। তিনি একটি নিকোন ক্যামেরা চেয়েছিলেন, যাতে তিনি তার ইউটিউব চ্যানেলে ভালো কোয়ালিটির রিল পোস্ট করতে পারেন। দিল্লি পুলিশের অ্যান্টি-রবারি স্কোয়াড ওই মহিলাকে গ্রেফতার করে, গয়না বাজেয়াপ্ত করেছে বলে খবর।
আরও পড়ুন: (Anxiety problem: সব সময় উদ্বেগে থাকেন? জানেন রক্ত জমাট বাঁধার মতো সমস💝্যা হতে পারে আপনার)
ঘটনাটি কীভাবে ঘটেছিল
দিল্লির দ্বারকা এলাকার একটি বাংলোর মালিক ১৫ তারিখে পুলিশকে জানিয়েছিলেন যে তাঁর বাড়িতে চুরি হয়েছে। পুলিশের কাছে মালিকের দাবি ছিল যে, তাঁর বাড়ি থেকে একটি সোনার ব্রেসলেট, রুপার চেইন ও অন্যান্য গহনা চুরি হয়ে গিয়েছে। চুরির আগে কয়েকদিন ওই বাড়িতে কাজ করছিলেন এক মহিলা। মালিকের ওই মহিলা অর্থাৎ 💟নীতুকেই সন্দেহ হয়েছিল।
সবটা শুনে, খতিয়ে দেখতে পুলিশ মহিলাকে ফোন করলে উত্তর এসেছিল সুইচড অফ। বাড়িওয়ালার কাছে মহিলাটি যে ঠিকানা দিয়েছিলেন তাও মিথ্যা ছিল। 🐽সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে এবং এলাকার অন্যান্য লোকেদের সঙ্গে কথা বলার পরে, পুলিশ নীতুর ঠিকানা খুঁজে পায়। অব♍শেষে দিল্লি থেকে ব্যাগ নিয়ে পালানোর সময় পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: (Bacteria Outbreak🧸: প্যাকেটে জমিয়ে রাখা মাংস খেয়ে হাসপাতালে ভর্তি ২৮, ব্যাকটিরিয়া সংক্রমণে মৃত ২)
জিজ্ঞাসাবাদ করতেই ফাঁস সব
পুলিশ জিজ্ঞাসাবাদ করলে, মহিলাটি জানিয়েছেন যে তিনি রাজস্থানের বাসিন্দা। তাঁর স্বামী মাদকাসক্ত। স্বামীর মারধরের হা🍒ত থেকে রেহাই পেতে তিনি দিল্লিতে এসেছিলেন। দিল্লিতে এসে জীবিকা নির্বাহের জন্য বাড়ি বাড়ি ꧂কাজ শুরু করেছিলেন। পাশাপাশি নিজের জন্য একটি ইউটিউব চ্যানেল শুরু করেছিলেন এবং ইনস্টাগ্রামেও রিল পোস্ট করতে শুরু করেছিলেন। একজন তাঁকে, আরও ভালো ভিডিয়ো করার জন্য ডিএসএলআর ক্যামেরা কেনার পরামর্শ দিয়েছিলেন।
আরও পড়ুন: (Sh𓂃ockin♓g! ইউটিউবে লাইভ খাবার খাচ্ছিলেন মহিলা, ভিডিয়ো চলাকালীন হঠাৎই মারা গেলেন)
কিন্তু এই ক্যামেরাটির দাম লক্ষাধিক হওয়ায় কোনও আত্মীয়ও তাঁকে টাকা𝓀 ধার দিতে রাজি হয়নি। এরপর দ্বারকা এলাকার ওই বাংলোতে কাজ করার সময় তিনি জানতে পেরেছিলেন যে বাড়িতে লক্ষাধিক টাকার গয়না রয়েছে। ওই গয়না চুরি করেই তিনি ক্যামেরার জন্য টাকা𓃲 জোগাড় করার কথা ভেবেছিলেন।