শিক্ষার অধিকার থেকে বঞ্চিত আফগানিস্তানের মেয়েরা। ১.৪ মিলিয়ন অর্থাৎ ১৪ লক্ষ মেয়েকে ইচ্ছাকৃতভাবে স্কুলে যাওয়া থেকে বঞ্চিত করেছে তালেবান। জারি করেছে ﷽বিধিনিষেধ। ইউনেস্কোর মꦰতে, আফগানিস্তানই বিশ্বের একমাত্র দেশ যেখানে নারীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা গ্রহণে নিষেধাজ্ঞা রয়েছে।
কেন এই নিষেধাজ্ঞা
তালিবান, ২০২১ সালে আফগানিস্তানের ক্ষমতা দখল করেছিল। এরপর থেকেই তারা দেশটিতে মেয়েদের ষষ্ঠ শ্রেণির বেশি পড়াশোনা করা নিষিদ্ধ করে দিয়েছে। কারণ তালেবানের মতে এটি শরিয়ত বা ইসলামি আইনের ব্যাখ্যার সঙ্গে একেবারেই সঙ্গতিপূর্ণ নয়। ই🔯উনেস্কোর তথ্য অনুসারে, ২০২১ সালের অগস্টে তালিবান ক্ষমতায় আসার পর থেকে প্রাথমিক শিক্ষার অ্যাক্সেসও হ্রাস পেয়েছে, মাত্র ১০ লক্ষ কম মেয়ে এবং ছেলেরা স্কুলে যায়।
আরও পড়ুন: (Long Co☂vid: লং কোভিড কী? কীভাবে বুঝবেন আপনি এই রোগে আক্রান্ত)
৮০ শতাংশ মেয়ে শিক্ষা থেকে দূরে
ইউনেস্কো বলেছে যে ২০২৩ সালের এপ্রিলে শেষ গণনার পর থেকে এটি ৩,০০,০০০ বৃদ্ধি পেয়েছে। ইউনেস্কো আরও বলেছে, নিষেধাজ্ঞা আরোপের আগেও যেসব মেয়েরা স্কুলে যাচ্ছিল না, তাদের যোগ করলে এখন দেশের প্রায় ২৫ লক্ষ মেয়ে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত। এই হিসাবে আফগা🦂নিস্তানের ৮০ শতাংশ মেয়ে শিক্ষা থেকে দূরে। এ বিষয়ে তালেবানের পক্ষ থেকে তাৎক্🔴ষণিক কোনও মন্তব্য পাওয়া যায়নি।
দেশটির পুরো প্রজন্মের ভবিষ্যৎ এখন হুমকির মুখে বলে আশঙ্কা করছে ইউনেস্কো। তালিবানের এই স্কুলে যেতে না দেওয়ার নিয়ম শিশুশ্রম এবং বাল্যবিবাহ বৃদ্ধির দিকে পরিচালিত করতে পারে। সংসꦇ্থা বলেছে, আরও বড় বিষয় হল দেশটিতে কয়েক দশকের সংঘাত ও অস্থিতিশীলতা লক্ষ লক্ষ আফগানকে ক্ষুধা ও অনাহারে𒅌র দ্বারপ্রান্তে এনে ফেলেছে এবং বেকারত্ব এখন অনেক বেশি।
আরও পড়ুন: (AI model to analyse tongueﷺ: জিহ্বা বিশ🐼্লেষণ করবেন? নির্ভুলতার সঙ্গে পরিস্থিতি সনাক্ত করতে আসছে এআই মডেল)
তালেবান শাসনের ৩ বছর পূর্ণ হল
এদিকে, আফগানিস্তানে তালেবান শাসনের তিন বছর হয়ে গিয়েছে। এই তিন বছরে, এটি ইসলামি আইনের নিজস্ব ব্যাখ্যা জারি করেছে। বৈধ সরকার হওয়ার দাবিকে শক্তিশালী করার চেষ্টা করেছে। দেশের সরকারি শাসক হিসাবে কোন জাতীয় স্বীকৃতি না থাকা সত্ত্বেও, তালেবান চিন এবং রাশিয়ার মতো প্রধান আঞ্চলিক শক্তিগুলির সঙ্গে উচ্চ-পর্যায়ের বৈঠক করেছে। রাষ্ট্রপুঞ্জের প্রস্তাবিত আলোচনায়ও অংশ নিয়েছেন, যেখানে আফগান নারী এবং সুশীল সমাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের অংশগ্রহণের সুযোগ দ🔜েওয়া হয়নি।