অনেকেরই সকালটা শুরুই হয় চা দিয়ে। দিনে তারপর আরও কয়েক কাপ তো হয়েই যায়। কিন্তু সকালে এক কাপ চা না হলে তাঁদের দিনের শুরুটা ঠিক হয়। আপামর ভারতবাসীর এই সাধের পানীয় নিয়ে যেন এখন ছেলেখেলা শুরু হয়েছে। এতদিন লেবু চা, মশলা চা, দুধ চা, র চা, ইত্যাদি তো জনপ্রিয় ছিলই। কিন্তু এখন সোশ্যাল মিডিয়ার যুগে যা যা সব দেখা যাচ্ছে সেটা দেখেই ভিরমি খাচ্ছেন সবাই।ꦜ কাঁচা মাছ দিয়ে চায়ের পর এখন ভাইরাল কাঁচা ডিম দিয়ে বানানো চা। কী শুনেই গা গুলিয়ে উঠল? আপনার মতো অবস্থা আরও অনেকেরই।
এক ব্যক্তিকে কাঁচা ডিম দি চা ফোটাতে দেখে মাথা ঘুরছে সবার। সকলেই ভিডিয়ো দেখ🔴ে রীতিমত আঁতকে উঠেছে। যাঁরা চা ভালোবাসেন, বা বাসেন না তাঁরা সকলেই এই রেসিপি দেখে ঘেন্না পেয়েছেন।
কী দেখা যাচ্ছে ভাইরাল ভিডিয়োতে?
ভিডিয়োর শুরুতে দেখা যাচ্ছে একজন মহিলা একটি পাত্রে চিনি এবং চা পাতা দিচ্ছেন ফুটন্ত জলে। তারপরই সেই অবিশ্বাস্য ঘটনা ঘটে যা দেখে মাথা ঘুরছে সবার। চিনিটা গুলে যাওয়ার পর তিনি তাতেꦺ কয়েক টুকরো আপেল দিয়ে দেন। তারপরও একগ্লাস দুধ দেন পাত্রে। এরপর সেটাকে মিশিয়ে, চা যখন ফুটতে শুরু করে তখন তাতে তিনি একটা ডিম ভেঙে দিয়ে দেন। এরপর তিনি ভালো করে সেই ডিমটা চায়ে গুলিয়ে মিশিয়ে দেন। তারপর সেটাকে ছেঁকে পরিবেশন করেন।
আজকাল হা🥃মেশাই সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলে নানা উদ্ভট রেসিপি দেখা যায়। কখনও 🧸জবা ফুলের চা, কখনও গোলাপ ভাজা, কখনও কাঠগোলাপ ভাজা, ইত্যাদি। কিন্তু কাঁচা মাছের পর এভাবে কাঁচা ডিম দিয়ে চা বানানো দেখে অনেকেই বিরক্ত হয়েছেন।
অনেকেই এই ভিডিয়োতে নিজের মতামত জানিয়েছেন। এক ব্যক্তি লেখেন, 'জঘন্য ছি। দেখেই গা গুলাচ্ছে।' আরেকজন লেখেন, 'ওয়াক থু! আꦆর কিছু পান না আপনারা?' 'এসব করে ভিউজ পাওয়া যায়। কোনদিন বানানোর পর পেয়ে দেখাবেন' মন্তব্য আরেক নেটিজেনের।