ডক্টর সর্বপল্লী সর্বপল্লী রাধাকৃষ্ণণ - এর জন্মদিন উপলক্ষে প💖্রতিবছর ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবস পালন করা হয়। চলতি বছর এই দিনটি বৃহস্পতিবার পালিত হবে। শিক্ষক দিবস উপলক্ষে আপনিও যদি শিক্ষকদের নিজের মনের কথা জানাতে চান, তাহল🤡ে আর দেরি না করে এখনই লিখে ফেলুন শুভেচ্ছা বার্তা। দেখুন কী লিখতে হবে।
১)আপনার মত একজন শিক্ষককে পেয়ে আমি ধন্য। শুভ শিক্ষক দিবসের অনেক অনেক শুভেচ্ছা আপনাকে।
২) পুঁথিগত বিদ্যা নয়, বাইরের🍷 জগত দেখতে শিখিয়েছেন আপনি। আপনাকে জানাই শিক্ষক দিবসের অনেক🐓 শুভেচ্ছা।
৩) আজ আমি যে জায়গায় দাঁড়িয়েছি, তার পেছনে শুধুমাত্র আপনার অবদান রয়েছে🔯। আপনাকে ♚জানাই শিক্ষক দিবসের অনেক শুভেচ্ছা।
(আরও পড়ুন: সামনেই🍸 গণেশ চতুর্থী, বাড়িতেই বানিয়ে ফ🅰েলুন গণপতির প্রিয় মোদক, রইল সহজ রেসিপি)
৪) ছোটবেলায় বকুনি খেল💖ে ভীষণ রাগ হত, আজ বুঝি সেই বকুনি আমাদের জীবনে এগিয়ে চলার পথিক। আপনাকে জানাই শিক্ষক দিবসের অনেক শুভেচ্ছা।
৫) আপনার বকাবকির পেছনেও যে লুকিয়ে ছিল আপনার ভালবাসা, এখন বুঝতে পারি সেটা। আপনাকে জান⛦াই শিক্ষক দিবসের অনেক শুভেচ্ছা।
৬) মা জীবনের সবথেকে বড় শিক্ষিকা। কিন্তু মা ছাড়া যে মানুষটি আমাকে জীবনের পথে এগিয়ে নিয়ে গেছেন, তিনি হলে🦂ন আপনি। ൲আপনাকে জানাই শিক্ষক দিবসের অনেক অনেক শুভেচ্ছা বার্তা।
৭) প্রতিদিন দেখা না হলেও আজও আপনাকে সব সময🃏় মনে রাখি আমরা। আপনার অবদান কখনও অস্বীকার করার নয়। আপনাকে জানাই শিক্ষক দিবসের অনেক শুভেচ্ছা বার্তা।
৮) শুভ ꦜশিক্ষক দিবস স্যার! আমার প্রণাম নেবেন। আপনাকে জানাই শিক্ষক দিবসের অ🌼নেক অনেক শুভেচ্ছা।
(আরও পড়ুন: শিক্ষক দিব🎀সের দিন ছোট বক্তৃতা দিতে চান? দেখে নিন তিনটি ছোট বক্তৃতার নমুনা)
৯) আমার জীবনের সমস্ত সফলতা শুধুমাত্র আপনার সহায়তার দ্বারাই সম্ভব হয়েছে। সারা জীবন এই ভাবে🌌ই আগলে রাখবেন আমাদের। আপনাকে জানাই শুভেচ্ছা বার্তা শিক্ষক দিবসের।
১০) জীবনে যতবার হেরেছি ততবার আপনি♎ আমায় সামলেছেন, আপনাকে জা🐠নাই শুভেচ্ছা বার্তা শিক্ষক দিবসের।