সারাবছর কেনাকাটা হোক বা না হোক, দুর্গাপুজোয় (Durga Puja 2024) কেনাকাটা ইস মাস্ট। শাড়ি, জিন্স, কুর্তি, ওয়ান পিস পুজো মানেই নিজের পছন্দের পোশাকে নিজেকে সুন্দর করে সাজিয়ে তোলা। তবে প্রতি বছর পুজোয় কোনও না কোনও পোশাক ট্রেন্ডে আসে, যা পরতে দেখা যাযꦓ় বেশিরভাগ মানুষকে। আজ তেমনি তাক লাগানো কিছু ট্রেন্ডিং পুজো ফ্যাশন (Fashion trends at Durga Puja 2024) নিয়ে আসা হয়েছে এই প্রতিবেদনে।
শিফন শাড়ি: কাজল হোক বা আলিয়া বলিউড নায়িকাদের ফলো করতে গিয়ে এখন অনেকেই পাহাড়েও বেড়াতে গেলে নিয়ে যান এই শাড়ি তাই শিফন শাড়ির চাহিদা থাকে মোটামুটি সারা বছর জুড়েই। তবে সেই জনপ্রিয়তা পুজোর সময় কিছুটা বৃদ্ধি পায়। এই বছর দুর্গাপুজোয় নিজেকে সুন্দর করে সাজানোর জন্য তাই শিফন শাড়ি, বিশেষ করে লাল শিফন শাড়িকে রাখতে পারেন শপিং লিস্টে। এই🉐 শাড়িটির সঙ্গে মানানসই আইভরি চিকনকারি ব্লাউজ পরলে তো কথাই নেই।
(আরও পড়ুন: নদীয়ার উকিলবাড়িতে ৪৫🦂০ বছর ধরে পূজিতা হন দেবী, চমক পুজো𝓰র মাহাত্ম্যে)
সাদা পোশাক: সাদা রঙের মর্যাদাই আলাদা তবে নো🅘ংরা হয়ে যাওয়ার ভয়ে অনেকে সাদা পোশাক কিনতে চান না। কিন্তু এই বছর পুজোয় যদি লাল রঙের ওড়নার সঙ্গে সাদা রঙের কুর্তা বা সাদা রঙের আনারকলি কুর্তা সেট পরে মন্ডপ হপিং করতে যান, তাহলে কিন্তু মানুষের নজর আটকে যাবে শুধুমাত্র আপনার ওপরে🐲ই।
সাদা লাল কম্বিনেশন: দশমী হোক বা অষ্টমী, শাড়ি হোক বা কুর্তা, লাল সাদা রঙের কম্বিনেশন চিরকালই হ꧅িট। এই বছর পুজোয় সাদা লাল বেগমপুরি শাড়ি, জামদানি অথবা সুতির হ্যান্ডলুম শাড়ি পরে তাক লাগিয়ে দিতে পারেন সকলকে। তবে শুধু শাড়ি পরলেই হবে না, সঙ্গে মানানসই ব্লাউজ এবং জুয়েলারি না পরলে সাজটা একেবারে মাটি হয়ে যাবে।
ফিউশন: ফিউশন পোশাকের অর্থ হল আধুনিক এবং ঐতিহ্যের মেলবন্ধন। এই বছর দুর্গাপুজোয় নিজেকে একেবারে অন্যভাবে মেলে ধরার জন্য এই আউট ফিটটিকে নিজের পছন্দের তাল🤡িকায় রাখতেই পারেন।
(আরও পড়ুন: ‘পদ্মশ্রী✨’ সনাতনের দুর্গামূর্তিতে চমক, হাওড়ার এই পুজোয় শোভা পাবেন মা)
হ্যান্ডলুম শাড়ি: মোটামুটি প্রায় প্রতি বছর পুজোয় হয় বৃষ্টি পড়ে, না হলে খুব গরম থাকে। এই বছরও একই রকম আবহাওয়া থাকতে পারে। তাই নিজেকে জল কাদার হাত থেকে এবং গরমের হাত থেকে বাঁচানোর জন্য সঙ্গে রাখুন সুতির হ্যান্ডলুম শাড়ি। তব🌳ে সুতির হ্যান্ডলুম♈ শাড়ি মানেই যে আপনি পুজোর বাজার কাঁপাতে পারবেন না তা একেবারেই নয়, আপনি যদি মানানসই ব্লাউজ এবং জুয়েলারি ক্যারি করতে পারেন তাহলে কিন্তু কম সাজেও আপনাকে দেখতে লাগবে অনন্যা।