রোজই কত কত ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। লম্বা মিনিট খানেকের ভিডিয়োর রঙ্গ রসিকতা থেকে কয়েক মুহূর্তে প্রকৃতির খামখেয়ালিপনার ভিডিয়ো দেখে অনেকেই বিস্মিত হয়ে যান। কিন্তু কিᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚছু ভাইরাল ভিডিয়োর সঙ্গে লেগে থাকে আবেগ, ছেলেবেলার স্মৃতি, নিজেকে একাত্ম করতে পারার মতো বিষয়। হালে এমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
কী আছে সেই ভিডিয়োয়? দেখা গিয়েছে, স্কুটারে চলেছেন এক প্রাপ্ত বয়স্ক ব্যক্তি, তিনিই চালাচ্ছেন স্কুটারটি। আর পিছনে বসে রয়েছে এক শিশু। ঠিক বসে বলা চলে না। কারণ সে ঘুমিয়ে পড়েছে। এবং ঢুলছে। চলন্ত গাড়ি থেকে ঢুলে পড়ে যাওয়ার মারাত্মক আশঙ্কা আছে, তা এক ঝলক দেখেই বোঝা যায়। আর সেই অবꦍস্থায় শিশুটিকে নিরাপদ রাখার সর্বত চেষ্টা চালাচ্ছেন চালক।
যিনি ভিডিয়োটি পোস্ট ♑করেছেন, তিনি দাবি করেছেন, চালক ওই শিশুর বাবা। শিশুটি যাতে পড়ে না যায়, এক হাত দিয়ে স্কুটারের হাতল ধরে চালাচ্ছেন ওই ব্যক্তি। অন্য হাত নিজের পিঠের দিকে দিয়ে ধরে আছেন শিশুটিকে, যাতে কোনও ভাবেই সে ঢুলতে ঢুলতে পড়ে না যায়। যথা সম্ভব ধীর গতিতে স্কুটারটি চালাচ্ছেন ব্যক্তি। ঝুঁকি নিচ্ছেন না সেখানেও।
ভিডিয়োটি ভাইরাল💎 হতেই অনেকেই প্রশংসা করেছেন এইဣ ‘বাবা’র। যদিও তিনি সত্যিই ওই শিশুর বাবা নাকি অন্য কেউ, তা জানা যায়নি।
তবে শুধুই প্রশংসা নয়। কেউ কেউ উদ্বেগও প্রকা🍸শ করেছেন ভিডিয়োটি নিয়ে। বলেছেন, এই ব্যক্তির প্রচেষ্টাটি খুবই ভালো। কিন্তু এভাবে গাড়ি চালানোও কম বিপজ্জনক নয়। ফলে এমন পরিস্থিতি দুর্ঘটনা এড়াতে আরও সাবধান হওয়া উচিত সকলের।
তবে যাই হোক না কেন, সকলেই বলেছেন, এই ঘটনা 𓆏তাঁদের মন ছুঁꦓয়েছে। অনেকেই বলেছেন, ছোটবেলায় তাঁদের বাবারাও এভাবেই তাঁদের আগলে রাখতেন। এখন মনে পড়ে যাচ্ছে সেই সব স্মৃতি।