অ্যালোপ্যাথির ‘ভুল’ 🎀চিকিৎসা নিয়ে আবার সরব হলেন বাবা রামদেব। যোগগুরু রামদেবের কথায় , অ্যালোপ্যাথি চিকিৎসায় কোনও রোগের সুরাহা নেই। ডায়াবিটিস থেকে উচ্চ রক্তচাপ মায় ক্যানসারের মতো রোগও সারাতে পারে না অ্যলোপ্যাথি। বরং আয়ুর্বেদই এই সব রোগকে সমূলে বিনাশ করতে পারে। আন্তর্জাতিক আয়ুর্বেদ কনক্লেভ ২০২৩ এর অনুষ্ঠানে এমনটাই জানালেন রামদেব।
আরও পড়ুন: ঘোর বিপদে কলকাতা! মাটি বসে যাচ্ছে, ডোবার সময় আসন্ন, কেন বলছেন বিজ্ঞানীরা
আরও পড়ুন: দাঁতের সমস্যায় ভুগছেন? শুধু নিয়ম মেনে জল খেয়েই কমাতে পারেন এই সমস্যা
রবিবার আন্তর্জাতিক আয়ুর্বেদ কনক্লেভ ২০২৩ এর সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামদেব। একই সঙ্গে ওই অনুষ্ঠানে ছিলেন উত্তরাখন্ডের মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামী ও ক্যাবিনেট মন্ত্রী সতপল মহারাজ। উত্তরাখণ্ড আয়ুর্বেদ বিশ্ববিদ্যালয় ও দীনদয়াল গোশালা সমিতির যৌথ উদ্যোগে অনুষ্ঠানটির আয়োজন করা হয়। এই দিনের সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরাখন্ড আয়ুর্বেদ 🌃বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুনীল যোশী।
আরও পড়ুন: ইয়াব্বড় ফাটল আফ্রিকার মরুভূমিতে, দু’ভাগ হয়ে যাবে মহাদেশ! আশঙ্কায় বিজ্ঞানীরা
আরও পড়ুন: কয়েক বছর পর আর হয়তো দেখতেই পাবেন না, পৃথিবী থেকে চিরতরে ফুরোচ্ছে এই ৫ জিনিস