ইউরোপের এক দেশে এখন মহা উৎসব। আর সে উৎসব দলে দলে যোগ দিচ্ছে নানাবয়সের পুরুষ ও মহিলারা। কিন্তু কী এমন হয় সেই উৎসব? জানলে অবাক হবেন। এই উৎসব আদতে ঢেকুর তোলার উৎসব। সা♐ধারণত লোকের সামনে ঢেকুর তোলাকে একটু বাঁকা চোখেই দেখা হয়। বাঙালিদের মধ্যে এই অভ্যাস ভালোরকম রয়েছে। তবে অনেকে ঢেকুর তুলে ‘সরি’ বলতে ভোলেন না। অর্থাৎ কাজটা করে তিনি দুঃখিত সেটা বুঝিয়ে দেন। তবে এসব মোটেই ভুল বা অপরাধ নয় দক্ষিণ ইউরোপের এক দেশে। সেখানে রীতিমতো সামনেই ঢেকুর তোলা যায়। এꦜমনকি ঢাকঢোল পিটিয়ে আয়োজন করা হয় ‘ঢেকুর তোলো’ উৎসবের। ইংরেজিতে যাকে বলা হয় ‘বার্পিং ফেস্টিভাল’। ২০২৩ সালের ‘বার্পিং ফেস্টিভাল’ও যথারীতি হইহই শুরু হয়ে গেল ইতালিতে। এই ফেস্টিভালের আরেক নাম ‘রাটোসাউন্ড’।
আরও পড়ুন: নতুন ধমনী তৈরি হল ৪ মিনিটে! প্রাণের ঝুঁকির অস্ত্রোপচারেও𝕴 সফল কলকাতার চিকিৎসক দল
সম্প্রতি এই ফেস্টিভালের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। ইনস্টাগ্রামে এক ব্যক্তি ‘ঢেকুর তোলো’ উৎসবের একটি ক্লিপ শেয়ার করেন। তাতে দেখা যায়, একটি বিশাল স্ক্রিনে এক ব্যক্তিকে দেখানো হচ্ছে। সেই ব্যক্তি দাঁড়িয়ে রয়েছেন মাইকের সামনে। দর্শকের জায়গায় দাঁড়িয়ে অগণিত দর্শক-শ্রোতা।🐲 তারাই এই অনুষ্ঠানের প্রতিযোগীদের উৎসাহ যোগাতে এসেছেন। ভিডিয়োতে দেখা যায়, অনবরত উৎসাহ দিয়ে যাচ্ছেন তাঁরা। একটাই কারণে — ভালো করে ঢেকুর তুলতে হবে প্রতিযোগীকে। এর পর দেখা গেল সেই বহুপ্রতীক্ষিত মুহূর্ত। বুক চিতিয়ে বাঘের গর্জন করার মতো আওয়াজ করে উঠল মাইকের সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তি। সঙ্গে সঙ্গে দর্শকদের মধ্যে বাঁধভাঙা উল্লাস! আদতে সেই আওয়াজ কোনও গর্জন ছিল না। ছিল একটা ঢেকুর! সেই ঢেকুরেরই প্রশংসায় ফেটে পড়ে দর্শকদের সবাই।
আরও পড়ুন: ক্যানসার চিকিৎসায়🌟 নয়া দিশা! CAR-T সেল থেরাপিকে অনুমোদন কেন্দ্রের
তবে ইনস্টাগ্রামে যিনি ভিডিয়োটি পোস্ট করেছেন, তিনি একটু বাঁকা চোখেই দেখেছেন। তাঁর কথায়, এর পর থেকে আর কোনওকিছু দেখেই অবাক হওয়া যাবে না। কমেন্টেও অনেকে অবাক🐬 হয়ে গিয়েছেন এমন একটি ফেস্টিভালের কথা জানতে পেরে। তবে কেউ কেউ অবশ্য গোটা ঘটনায় মজাও পেয়েছেন। এমন অভিনব উৎসবের কথা ভাবা যায় দেখে অনে🐬কেই প্রশংসা করেছেন।