ক্লাসে প্রক্সি দেওয়ার কথা অনেকেই শুনেছেন। স্কুল বা কলেজ জীবনে হয়তো কেউ কেউ প্রক্সি দিয়েছেনও। এক জনের অনুপস্থিতিতে নামডাকার সময়ে তাঁর হয়ে মিথ্যা হাজিরা দেওয়াই হল প্রক্সি। কিন্তু তা বলে পুণ্যেꦺর সময়েও তাই? হালে এমনই দেখা গিয়েছে এই ভাইরাল ভিডিয়োয়।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ার দৌলতে ভাইরাল হয়েছে এই ভিডিয়োটি। সেখ🦂ানে দেখা গিয়েছে, এক ব্যক্তি অন্যের হয়ে পুণ্যের প্রক্সি দিচ্🔯ছেন। আর তার দাম মোটে ১০ টাকা। কী রকম সেটি?
ইতিমধ্যেই ভারতের নানা জꦗ🌜ায়গায় শীত জাঁকিয়ে পড়েছে। কিন্তু তাতে থেমে নেই পুণ্যার্জনের চেষ্টার। বহু মন্দির থেকে নদীর পাড়ে হাজির হচ্ছেন পুণ্যার্থীরা। কিন্তু নদীর পাড়ে হাজির হলেই তো হল না, ডুবও মারতে হবে। আর সেখানেই সমস্যা। এই ঠান্ডায় ডুব মারবেন কে?
সেখানেই হাজির হয়েছেন এই ব্যক্তি। তিনি অন্যের হয়ে ঠান্ডা জলে ডুব মেরে দেবেন বলে জানিয়েছেন। আর তার দাম মাত্র ১🌊০ টাকা। তিনি চিৎকার করে বলছেন, ‘ভাই-বোনেরা আসুন। আপনাদের নামের ডুব আমি মারব। এই ঠান্ডার মরশুমে যদি আপনার ডুব মাতে না চান, যদি স্নান করতে না চান, তাহলে আপনাদের নাম বলুন, রসিদ কাটুন— আপনাদের নামের ডুব আমি মেরে দেব। আপনাদের নামের পুণ্য আপনারাই পাবেন। কিন্তু আপনি যে ১০ টাকা দেবেন, সেটা আমি পাবো। আসুন আসুন আসুন, ১০ টাকায় ডুব দেওয়া করান’।
এই ভিডিয়ো ব্যাপক মাত্রায় ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ꦉায়। অনেকেই বলেছেন পুণ্য পাইয়ে দেওয়ার এমন অভিনব ব্যবসা এর আগে কখনও দেখেꩵননি।