পরবর্তী খবর
বাংলা নিউজ > টুকিটাকি > Vishwakarma Puja 2023: সুখ দুঃখ পেরিয়ে কর্মে থাক মন! বিশ্বকর্মা পুজোর শুভেচ্ছা জানান প্রিয়জনকে
বিশ্বকর্মা পুজো মানেই পুজো পুজো আমেজ। এই তামাম বিশ💧্বের নির্মাতা বলে মনে করা হয় বিশ্বকর্মাকে। চলতি বছর অর্থাৎ ২০২৩ সালে ১৭ সেপ্টেম্বর পুজো করা হবে এই দেবতাকে। বিশ্বের নির্মাতা আদতে প্রজাপতি ব্রহ্মার পুত্র। তাঁর পুজোর দিনে বাড়ির আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবদের শুভেচ্ছা জা🦄নান। বেছে নিন আপনার পছন্দের শুভেচ্ছাবার্তাটি।
- ভগবান বিশ্বকর্মার নাম যদি নাও, তুমি অবশ্যই কিছু না কিছু পাবে। তোমাকে বিশ্বকর্মা পূজার শুভেচ্ছা!
- আনন্দে ও সুখে ভরে উঠুক তোমার ঘর। দেবতার আশীর্বাদ সবসময় তোমার মাথার উপর থাকুক। বিশ্বকর্মা পূজার অনেক অনেক শুভেচ্ছা।
(আরও পড়ুন: মরক্কোর শয়ে শয়ে মৃত্যুর পিছনে ‘র🅷িভার্স ফল্ট’ ভূমিকম্প! কেন এত ব🌌িধ্বংসী এই কম্পন)
- তোমার সব দুঃখ দূর করুক ভগবান বিশ্বকর্মা। তাঁর আশীর্বাদে তোমার জীবন আনন্দের হয়ে উঠুক। বিশ্বকর্মা পুজোর অনেক শুভেচ্ছা।
- বিশ্বকর্মার দাড়িপাল্লা জ্ঞান ও কর্মের প্রতীক। তোমার জীবন যেন জ্ঞান ও কর্মের সঠিক ভারসাম্যে ভরে ওঠে। এটাই কামনা করি। বিশ্বকর্মা পুজোর অসংখ্য শুভেচ্ছা।
- যাঁরা কর্মে বিশ্বাস করেন, বিশ্বকর্মা সব সময় তাদের সঙ্গেই থাকেন। বিশ্বকর্মা পূজোর অসংখ্য শুভেচ্ছা জানাই তোমাকে।
(আরও পড়ুন: বিশ্বের সবচেয়ে উঁচু শিব মন্দির দܫক্ষিণ ভারতে, কত ফুট দীর্ঘ জানলে চমকে যাবেন)
- বিশ্বকর্মার মতোই অতুল তেজ যেন তোমার ওপর বর্ষিত হয়। তুমি তাঁর মতো কর্মময় হয়ে ওঠো। বিশ্বকর্মা পূজার অসংখ্য শুভেচ্ছা জানাই তোমাকে।
- বিশ্বকর্মার আশীর্বাদে তোমার জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যাক। সমস্ত দুঃখ তুমি জয় করে নাও। বিশ্বকর্মা পুজোর শুভেচ্ছা রইল তোমার জন্য।
- জীবনে দুঃখ আসবেই। সেই দুঃখ জয় করতে যেন তোমাকে সাহায্য করে বিশ্বকর্মা। বিশ্বকর্মা পুজোর পুণ্য লগ্নে তোমাকে জানাই অনেক অনেক শুভেচ্ছা।
- আজ কারখানা, শিল্পক্ষেত্র সবখানেই পুজো হয় বিশ্বকর্মার। তাঁর আশীর্বাদেই সুন্দরভাবে চলছে সবটা। বিশ্বকর্মা পুজোর অসংখ্য শুভেচ্ছা জানাই।
- বিশ্বকর্মা দেবতার কাছে তোমার মনের কথা খুলে বলো। তিনি তোমার সব কথা শুনবেন। বিশ্বকর্মা পুজোর অনেক শুভেচ্ছা জানাই তোমাকে।