আমাদর দেশে বিয়ে মানেই উৎসব। প্রিয়জনদের উপস্থিতিতে নতুন জীবনের পথে পা বাড়ানো। সেই নিয়ে কত স্বপ্ন, কত পরিকল্পনা। বিয়ের কার্ডও কতটা অভিনব করে তোলা যায় সেই নিয়ে নানান ভাবনাচিন্তা আজকের প্রজন্মের তরুণ-তরুণীদের। কিন্তু হাওড়ার শ্রাবন্তীকা এবং ঘাটালের দাসপুরেরಌ শুভঙ্কর নিজেদের বিয়ের কার্ডে প্রতিবাদের যে ছাপ রাখল তা দেখে হতবাক সকলেই।
আরজি করের চিকিৎসক তরুণীর নৃশংস খুন ও ধর্ষণের ঘটনার পর প্রায় ৫৫ দিন অতিক্রান্ত। সুবিচারের দাবিতে এখনও পথে নামছেন হাজার হাজার মানুষ। সি💫বিআইয়ের তদন্ত প্রক্রিয়ার গতিপ্রকৃতি স্পষ্ট না হওয়ায় ধোঁয়াশা কাটছে না। সোশ্যাল মিডিয়া হোক বা রাস্তা, সব জায়গাতেই শুভ বুদ্ধিসম্পন্ন মানুষজন সুর চড়াচ্ছেন- ‘জাস্টিস অফ আরজি কর’।
নতুন জীবন শুরুর আগে শুভঙ্কর আর শ্রাবন্তীকার মন জুড়েও সেই ভাবনা। তাই তো বিয়ের কার্ডেই এবার প্রতিবাদ ঝরে পড়ল। লাল রঙা বিয়ের আমন্ত্রণপত্রের ছবি ভাইরাল হয়েছ সোশ্যাল মিডিয়ায়। সেখানে স্পষ্টা লেখা রয়েছে, 'দুই প্রাণের একটি স্বর বিচার চায় আর জি কর'। বিধাতার আর্শীবাদ নিয়ে নতুন জীবন শুরুর প্রাক♊্কালেও বিচারের ভাবনা থেকে সরছেন না দুজনে। তাঁদের এই চিন্তাভাಌবনাকে কুর্নিশ জানিয়েছেন নেটিজেনরা।
এই প্রসঙ্গে শুভঙ্কর বন্দ্যোপাধ্যায় ২৪ ঘণ্টা ডিজিটালকে জানান, 'শাসক উত্সবের মধ্যে দিয়ে এই ঘটনাকে ভুলিয়ে দিতে চাইছে। কিন্তু আমরা চেষ্টা করছি সবকিছুর মধ্যে দিয়ে মনে করিয়ে দিতে চাই যে তিলোত্তমার খুনের বিচার এখনও পাইনি।'
শুধু বিয়ের কার্ডেই থাকছে না প্রতিবাদ, বিয়ের অনুষ্ঠান মণ্ডল জুড়ে তাঁরা আরজি কর কাণ্ডের বিচার চেয়ে ফ্ল♛েক্স লাগানোর পরিকল্পনা করেছেন। বিয়ের উৎসবেও চিকিৎসক তরুণীর বিচারের দাবি ভুলতে চান না তাঁরা। আগামী বছর জানুয়ারিতেই চারহাত এক হবে ⛦শ্রাবন্তীকা-শুভঙ্করের।
আরও পড়ুন-গলি ক্রিকেটে বরক♏ে হারানোর চ্যালেঞ্জ অনুষ্কার! বউয়ের বানানো নিয়মের গেরোয় নাস্তানাবুদ বিরাট
ওদিক আগামী ১৪ অক্টোবর আরজি কর মামলার পরবর্তী শুনানি সুপ্রিম কোর্টে। সুরক্ষা ও বিচারের দাবিতে ফের পূর্ণ কর্মবিরতিতে জুনিয়র চিকিৎসকরা। সেই নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। ওদিকে মহালয়ায় চিকিৎসকরা মহামিছিলের ডাক দিয়েছেন। উৎসবের মরসুমেও সবার কন্ঠে একটাই স্বর- জাস্টিস অফ আরজি কর'। 🍒মঙ্গলে কলেজ স্কোয়ার থেকে রবীন্দ্র সদন পর্যন্ত জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্সের নাগরিক মিছিলে দেখা মিলেছে হাজার হাজার মানুষের। বিদ্রোহের আঁচ নেভেনি, তা ফের প্রমাণিত। বুধবার মহালয়ার দিন জুনিয়র ডক্টর্স ফ্রন্টের ডাকে মহামিছিল এবং সমাবেশ চলবে কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত। জুনিয়র ডাক্তারদেরসেই মিছিলে হাঁটবেন সিনিয়ররাও।