বসন্ত চির সবুজের জয়গান করে। গাছের নতুন পাতা, শীতের শুষ্কতার পরিবর্তে এক মোলায়েম ছোঁয়া আর চারিদিকে প্রাণের স্♒ফুরণ। বসন্ত মানেই সরস্বতী পুজো, প্রাণবন্ত জীবনের এক আহ্বান। তবু এই বছরটি যেন আলাদা, ঠিক যেন শেষ দুই বছরের মতো।
নতুন করে শুরু করা
ওমিক্রনের শেষ দিনের অপেক্ষা শুরু হয়েছে ইতিমধ্যেই। ধীরে ধীরে ভারতের বিভিন্ন রাজ্য পুরোদমে কাজ শুরু করার প্রয়াস চালাচ্ছে। গত দুই বছরে প্রচুর মানুষ কাজ হারিয়েছেন। অনেক পরিবার অর্থনৈতিক ভাবে তথৈবচ অবস্থায়। কিছুটা আশঙ্কা, কিছুটা অ🃏নিশ্চয়তা রয়েছেই। কিন্তু তাই বলে কি আশাবাদী না হলে চলবে? অনেকেই হয়তো বলবেন শুরু তো শুরুই, এর মধ্যে নতুনত্বের কী আছে! একটু খতিয়ে দেখলে বোঝা যাবে, করোনা আমাদের জীবনে একটা নতুন সুযোগ দিয়েছে। কমপিউটার যে রকম ভাইরাসের খপ্পরে পড়লে অনেক সময়ে রিবুট (reboot) করতে হয়, আমাদের জীবনেও কিন্তু সেই সুযোগ দিয়েছে করোনা।
ব্যর্থতা শেষ কথা নয়
ছোট থেকেই সবাই সাফল্যের লক্ষ্যে এগোচ্ছে। এর মধ্যে কোনও ভুল নেই। কিন্তু গাণিতিক নিয়মের কারণেই, যাকে আমরা ল' অফ অ্যাভারেজ বলি, সেই জন্যই সবার পারফরম্যান্স সব সময় ভালো হবে না। তেন্ডুলকার সব ম্যাচে সেঞ্চুরি করেননি, মেসি সব ম্যাচে গোল পান না, লতা মঙ্গেশকরের সব গান সুপারহিট হয়নি কিংবা মার্ক জুকারবার্গ💧কেও এক এক দিন স্টক মার্কেটে কোটি কোটি টাকার ক্ষতি সহ্য করতে হয়। জীবনের লক্ষ্যের ক্ষেত্রে অনেকেই আফসোস করে বলেন যে কী চেয়েছিলাম, আর কী হলাম! ব্যাপারটি অন෴েকটা দৃষ্টিভঙ্গিরও বটে। তবে ব্যর্থতা মানে হার নয়। অনেক সময় নিজের অনেক প্ল্যান বা স্ট্র্যাটেজি খাটে না, নিজেকে একটু মানিয়ে নিতে হয়। এই মানিয়ে নেওয়াকে ব্যর্থতা হিসেবে ধরা ঠিক নয়।
মানিয়ে নেওয়া আর আপোস কি এক?
মানিয়ে নেওয়ার মধ্যে ভুল নেই। কোনও মানুষ যত চেষ্টাই করুন না কেন, তাঁর চেষ্টার একটা সীমা আছে। সেই সীমা অতিক্রম করলে কোনও মানুষের পক্ষে ভেঙে পড়া স্বাভাবিক। কিন্তু আপোস কথার মধ্যে অনেক সময় একটি অ🎃নৈতিক ব্যাপার থেকে থাকে। সমাজে অনৈতিকতার দিক থেকেই দুর্নীতির ভাইরাস ছড়িয়ে পড়ে। পৃথিবীতে সব প্রাণী মানিয়ে নেয়। যদি কোনও আহত বাঘকেও সুস্থতার পর চিড়িয়াখানায় পুনর্বাসন দেওয়া হয়, একটা সময় পর সে মানিয🍷়ে নেয় কিন্তু তাই বলে সে তৃণভোজী হয়ে যায় না।
এই অন্য🀅 বসন্তে, আর পিছুটান নিয়ে না ভেবে এ💜গিয়ে যেতে হবে।