শুধু কৃষিকাজের সঙ্গে যুক্ত মানুষ নন, অনেক কৃষি-বিশেষজ্ঞ তাকিয়ে রয়েছেন এবারের বাজেটের দিকে। কৃষি নিয়ে কী কী ঘোষণা থাকতে পারে মোদী সরকারের তরফে তা নিয়ে এবার কৌতূহল সপ্তমে। মুদ্রাস্ফীতির সঙ্গে নিত্য প্রয়োজনীয় জিনিসের উত্তরোত্তর মূল্যবৃদ্ধি গ্রামীণ অর্থনীতির মধ্যে নেতিবাচক প্রভাব ফেলেছে। চাপে পড়েছে বহু কৃষক পরিবার। কৃষি বিল শর্তানুসারে প্রত্যাহার হলেও সামনে পাঁচ রাজ্যের নির্বাচনের কথা ম⛦াথায় রেখে চাষীদের আস্থ𓃲া জেতার তাগিদও রয়েছে। তাই কৃষিক্ষেত্র এবার বাজেটে বিশেষ গুরুত্ব পাবে বলে আশা।
কৃষকের রোজগার বাড়াতে হবে— এবারের বাজেটের ক্ষেত্রে মূল লক্ষ্য এটাই হওয়া উচিত। এমনই মনে করছেন বহু বিশেষজ্ঞ। কো-অপারেটিভ নিযಞ়ে নতুন ঘোষণার সম্ভাবনা রয়েছে যথেষ্টই। এছাড়া পরিবহন, মার্কেটিং, ব্র্যান্ডিংয়ের মতো দিকে ইতিবাচক কিছু থাকতে পারে।
তবে কৃষক মহলের দাবি রয়েছে প্রযুক্তিগত উদ্ভাবনের দিকটি নিয়ে সরকার যেন আরও উদ্যোগী হয়। ডিজিটাল ইন্ডিয়া সম্পর্কিত কর্মকাণ্ডে অনেক ঘোষণা হলেও কৃষির ক্ষেত্রে যা হয়েছে, তা সামান্যই। করোনা পরবর্তী পরিস্থিতিতে শস্য বিমায় আরও ছাড়ের অনুরোধ রয়েছে এবার। অনেকেই আবেদন করেছেন যে, ড্রোন এবং অন্যান্য দরকারি জিনিস কেনার ক্ষেত্রে যেন আরও ভর্তুকি দেওয়া হয়। সরবরাহ ꩵএবং গুদাম বা হিমঘর নিয়ে সমস্যার সুরাহাও প্রয়োজন। কৃষিতে বেশ কিছু দেশীয় স্টার্ট আপ থাকলেও প্রয়োজনের তুলনায় তা অনেকটাই কম। সেখানেও বাজেটে আশা রয়েছে নতুন ঘোষণার।
সবশেষে সরকার কৃষিতে সংস্কারের ধারা বজায় রাখবে না জনমোহিনী নীতি আঁকড়ে ধরবে, এই নিয়েও কৌཧতূহল রয়েছে অনেকের মধ্যেই।