৮ অগস্ট না ফেরার দেশে চলে গেলেন বুদ্ধদেব ভট্টাচার্য। তিনি মরণোত্তর দেহদান করে গিয়েছꦐেন। তাই ৯ অগস্ট শেষকৃত্যের বদলে নীল রতন সরকার হাসপাতালে তাঁর দেহদান করা হবে বিকেল ৪টে। আপনিও যদি প্রাক্♎তন মুখ্যমন্ত্রীর মতোই এই মহৎ কাজ করতে চান জেনে নিন পদ্ধতি।
কীভাবে মরণোত্তর দেহদান করতে পারবেন আপনি?
মরণোত্তর দেহদান করতে ইচ্ছুক যাঁরা তাঁদের সাহায্য করতে বহু সমাজসেবী সংস্থা এগিয়ে আসেন। এছাড়া যে কোনও মেডিক্যাল কলেজেও দেহদান করা যায়। আপনি যদি এই বিষয়ে পূর্ণ তথ্য পেতে চান তাহলে ভারত সরকারের এই ওয়েবসাইট থেকে সবটা জেনে নিতে পারেন। ওয়েবসাইটের লিংক: //www.organindia.org/ORGAN-DONATION/body-donation-direc💝tory/
কেন দেহদান করা উচিত?
চিকিৎসা বিজ্ঞান, শিক্ষা এবং গবেষণার জন্যই দেহদান করা উচিত। যে যে চিকিৎসা বিজ্ঞানে অস্ত্রোপচার প্রয়োজন এবং যাঁরা এই বিষয়ে প্রশিক্ষণ নিচ্ছেন তাঁদের জন্য দেহদান খুবই জরুরি। গুরুত্বপূর্ণও বটে। এছাড়াও মনে রাখবেন দেহ দান করলে আপনার মৃত্যুর পর আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের সাহায্যে যে জীবি♚ত ব্যক্তির সেটা প্রয়োজন সেটা ব্যবহার করে তিনি পুনরায় সুস্থ হয়ে উঠতে পারবেন। তাই দেহদান করা জরুরি।
মরণোত্তর দেহদানের ক্ষেত্রে কোনটা সবথেকে জরুরি বিষয়?
আপনি যদি মরণোত্তর দেহদান করতে🐭 চান তাহলে সবার আগে আপনার পরিবারের সম্মতি লাগবে। কারণ আপনার মৃত্যুর পর আপনার এই ইচ্ছেটিকে পূরণ ক𝔉রবে আপনার পরিবারই। তাঁরাই সমস্ত প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাবেন।
কোন কোন ক্ষেত্রে দেহদান করা যায় না?
যদি অস্বাভাবিক কারণ🌺ে মৃত্যু হয় এবং মৃত্যুর পর ময়নাতদন্ত করা হয় তাহলে দেহদান করার ক্ষেত্রে সমস্যা হয়। এছাড়াও যে সংস্থা দেহ গ্রহণ করছে ✱তাঁদের কোনও শর্ত আছে কিনা সেটাও দেখে নিতে হয়।
কী কী অঙ্গ দান করা যায়?
গোটা দেহ দান তো করাই যায়। যেমনটা বুদ্ধদেব ভট্টাচার্য করে গিয়েছেন। এছাড়াও আলাদা ভাবে হৃদপ🐻িণ্ড, ফুসফুস, কিডনি, লিভার, অস্থী, অস্থিমজ্জা, চোখ, ত্বক, হাড়, হার্টের ভালভ, ব্লাড ভেসেল, টেন্ডন, ইত্যাদিও দান করা যায়।
তবে মনে রাখবেন কারও মৃত্যুর পর মাত্র ৪ থেকে ৬ ঘণ্টার মধ্যেই তাঁর হার্ট অন্য কারও শরী🌄রে প্রতিস্থাপন করা যায়। তার বেশি নয়। ফুসফুসের ক্ষেত্রে সেই সময় ৪ থেকে ৮ ঘণ্টা। লিভার ১২ থেকে ১৫ ঘণ্টা, কিডনি ২৪ থেকে ৪৬ ঘণ্টার মধ্যে।
আরও পড়ুন: এসকে মুভির প্রযোজনায় আসছে ১৮টি ছবি! OTT-র বদলে বড় পর্দায♉় মুক্তি পাবে পরম-সায়ন্🎀তন সহ কাদের ছবি?
কোন কোন ওয়েবসাইট থেকে দেহদানের প্রক্রিয়ার বিষয়ে জানা যায়?
দেহদান সম্পর্কে তথ্য জানতে চাইলে যে সাইটগুলি থেক🦩ে তথ্য বিশদে জানতে পারবেন তা হল- www.dehdan.org। এছাড়াও রয়েছে, www.organandbodydonation.com।