পুজো এসে য⭕াওয়া মানেই সমানুপাতিক ভাবে পার্লারের ভিড় বাড়া। অনেকে আবার বাড়িতেও রূপচর্চা করে থাকেন। পুজো মানেই রূপচর্চা করা। কারণ পুজোর এই কদিন সকলেই চান যাতে তাঁকে সুন্দর লাগে। এই কারণে ফেসিয়াল করা জরুরি। তবে ফেসিয়াল করলেই তো হল না। এক্ষেত্রে বেশ কিছু জিনিস মনে রাখা প্রয়োজন। অনেকেই ফেসিয়াল করার আগে বা পরে একাধিক ভুল করে থাকেন। কী ভুল করেন আসুন আজকের এই প্রতিবেদন থেকে জেনে নেওয়া যাক।
ফেসিয়াল করার সময়🎉 আমরা অনেক সময়ই খুঁটিনাটি জিনিস খেয়াল করি না। বা এড়িয়ে যাই। আর সেখানে হয়ে যায় বড়সড় ভুল। তাই এই ভুল এড়ানোর জন্য আপনাকে বেশ কয়েকটি জিনিস মনে রাখতে হবে। সেগুলো কী কী? আসুন দেখে নেওয়া যাক।
১. প্রথমত আপনার ত্বক বুঝুন আগে। ত্বকের প্রয়োজন অনুযায়ী ফে♌সিয়াল বাছুন। যা ইচ্ছে হল সেই ফেসিয়াল করিয়ে নিলেই হল না। আবার সব ধরনের ফেসিয়াল যেꦚ আপনার স্যুট করবে এমনটাও নয়। ফলে ভুলভাল জিনিস মোটেই বাছবেন না, এতে হিতে বিপরীত হতে পারে।
২. ফেসিয়ালের আছে ওয়াক্সিং? একদম ন♚া। থ্রেডিং? নৈব নৈব চ! ভ্রু তুললে বা আপার লিপস করালে অনেক সময় ত্বক সেনসিট🥂িভ হয়ে যায়, তখন ত্বক জ্বালা করতে থাকে, লাল হয়ে যায়। ফলে ফেসিয়াল করানোর আগে কখনই থ্রেডিং বা ওয়াক্সিং করবেন না।
৩. ফেসিয়াল করেই বাই﷽রে, মূলত কড়া রোদের মধ্যে বেরোবেন না। যদি একান্তই বেরোতে হয় তাহলে ব্যবহার করুন সানস্ক্রিন। কিন্তু এসব ঝামেলা এড়াতে চেষ্টা করুন সন্ধ্যাবেলার দিকে ফেসিয়াল করতে।
৪. ফেসিয়াল করার পর কখনও স্ক্রাবিং বা এক্সℱফোলিয়েশন করবেন না। কারণ আপনি যখন ফেসিয়াল করছেন তখনই এই ধাপটি হয়ে যাচ্ছে। তাই আলাদা করে স্ক্রাব করলে ত্বক সংবেদনশীল হয়ে উঠতে পারে।
৫. ফেসিয়াল করার আগে ত্বক ভালো করে পরিষ্কার করে নিন। মেকআপ ব্যবহার করবেন না ফেসিয়াল করার আগে। বা পরে। এতে ত্বকে প্রদাহ হত🐽ে পারে।