ত্বকে নারকেল তেল লাগানোর নানা উপকারের কথা আপনি নিশ্চয়ই শুনেছেন। বিশেষ করে অনেকেই এটাকে নাইট সিরাম হিসেবে মুখে লাগান। নারকেল তেলে প্রোটিন, ভিটামিন, আয়রন, ক্যালসিয়াম, ম্যাঙ্গানিজ এবং সেলেনিয়াম পাওয়া যায়। যার কারণে এটি ত্বকের জন্য খুবই উপকারী। কিন্তু আপনি কি জানেন মꦰুখে নারকেল তেল লাগানোর অপকারিতাও রয়েছে।
মুখে নারকেল তেল লাগানোর অপকারিতা
নারিকেল তেল মুখে লাগালে মুখের অয়েল সিক্রিয়েশন বাড🌜়ে এবং মুখ সবসময় তৈলাক্ত দেখায়। এতে মুখ আঠালো থাকে, যার কারণে মুখে লেগে থাকে ধুলোবালি।
মুখ তেলতেলে থাকার কারণে ও তাতে ধুলোবালি জম♛ার কারণে মুখে ব্রণ বেড়ে যায়।
অনেকে নারকেল তেল লাগালে মু🍸খে রোমের পরিমাণ বেড়ে যায় বলেই জানান।
কোল্ড প্রেসড কোকোনাট অয়েল কিনে উঠতে পারেন না অনেকেই দাম ও চট করে সব দোকানে না পাওয়া♋ যাওয়ার কারণে। বাজার চলতি বেশিরভাগ নারকেল তেলেই কেমিক্যাল ব্যবহার করা হয়ে থাকে। সেগুলি মুখে লাগালে ত্বকের সমস্যা বাড়তে পারে।
কারা মুখে নারকেল তেল লাগাবেন না একেবারেই
আপনার ত্বকে যদি খুব ব্রণ হয়, তাহলে আপনি মুখে নারকেল তেল লাগানো এড়িয়ে চলুন। এটি আপনার মুখে আরও ব্রণ বের করে দিতে পারে। অন্য দিকে, যাদের ত্বক তৈলাক্ত তারা নারকেল তেল লাগানো এড়িয়ে চলুন। এক্সট্রা ভার্জিন কোল্ড কমপ্রেসড 🍰নারকেল তেলই গায়ে লাগান। ম্যাসাজ করে নিয়ে ২০-২৫ মিনিট রেখে মুখ গরম জলে কাপড় ভিজিয়ো তা দিয়ে মুছে নিন। তারপর হালকা কোনও জেলবেস ময়েশ্চারাইজার লাগিয়ে শুয়ে পড়ুন।