Easy Remedies for Dandruff: শীত আসছে, বাড়ছে খুশকি! কিন্তু ঘরোয়া উপায়েই কমানো সম্ভব এটি, কী কী লাগবে Updated: 01 Nov 2023, 08:30 AM IST Suman Roy Share Easy Remedies for Dandruff: খুশকির সমস্যা কমাবেন কীভাবে? রইল সহজ সমাধানের রাস্তা। 1/5শীতে ত্বক শুষ্ক হয়ে যায়। এতে বহু সমস্যা দেখা দেয়। তার মধ্যে খুশকির সমস্যা হচ্ছে অন্যতম। শীতকালে এই খুশকির কারণে অনেকেই অস্বস্তির মধ্যে পড়েন। কিন্তু কী করবেন এই সমস্যা কমাতে? 2/5বিরক্তিকর এই খুশকির হাত থেকে রেহাই পেতে অনেকেই নানা ধরনের শ্যাম্পু ব্যবহার করেন। শ্যাম্পু ব্যবহারের ফলে তাৎক্ষণিক খুশকি বিদায় নিলেও তা অল্প সময়ের মধ্যেই ফিরে আসে। কিন্তু কয়েকটি ঘরোয়া উপায় যা এই সমস্যা দূর করতে পারে। দেখে নেওয়া যাক, সেগুলি কী কী। 3/5অ্যালোভেরা: স্নান করার আধ ঘণ্টা আগে চুলের গোড়ায় অ্যালোভেরা জেল লাগান। মাইল্ড শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ব্যবহার করুন কন্ডিশনার। দেখবেন, দীর্ঘ দিনের জন্য খুশির সমস্যার হাত থেকে মুক্তি পাবেন। 4/5ভিনিগার: খুশকির জন্য দায়ী এক ধরনের ব্যাকটিরিয়া। এই জীবাণু দূর করতে কাজে লাগাতে পারেন ভিনিগার। জলের সঙ্গে সাদা ভিনেগার মিশিয়ে ম্যাসাজ করুন চুলের গোড়ায়। কিছু ক্ষণ রেখে ধুয়ে ফেলুন। দূর হবে খুশকি। 5/5নিম পাতা: খুশকি দূর করতে নিম পাতা দারুণ কাজে লাগে। এক মুখো নিম পাতা জলে ফুটিয়ে নিন। ২০ মিনিট ফুটিয়ে নামিয়ে ঠাণ্ডা করুন। জল ছেঁকে আলাদা করে রেখে দিন। নিম পাতা পেস্ট বানিয়ে চুলের গোড়ায় লাগান। এক ঘণ্টা পর ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। একদম শেষে রেখে দেয়া নিমের জল চুল দিয়ে ধুয়ে ফেলুন। চুলের বহু সমস্যা এতে মিটবে। পুরো গ্যালারিটির জন্য এই বিজ্ঞাপনটি দেখতে হবে পরবর্তী ফটো গ্যালারি