পুজো মানেই খাওয়া দাওয়া, ঘোরাঘুরি, প্যান্ডেল হপিং, ইতিউতি বসে দেদার আড্ডা। আর এসবের জন্য প্রয়োজন নিজেকে সুন্দর করে সাজিয়ে তোলা। হালকা মেকআপ, কিংবা পোশাকের সঙ্গে মানানসই সꦉাজগোজ তো লাগেই। অনেকেই আবার এই সময় চশমার বদলে কনট্যাক্ট লেন্স বেছে নেন নিজেকে সুন্দর করে তোলার জন্য। কিন্তু আপনি যদি কনট্যাক্ট লেন্সের সঙ্গে অন্যান্য প্রসাধনী সামগ্রী ব্যবহার করেন তাহলে নানান সমস্যা দেখা দিতে পারে চোখে। এই যেমন চোখ জ্বালা করতে শুরু করে। চোখ থেকে জল পড়ে, ইত্যাদি। আর এসবের কারণে যদি একবার পুজোর সময়ই চোখে ইনফেকশন হয় তাহলে কিন্তু চরম সমস্যায় পড়তে হবে আপনাকেই।
ত𒁃াই পুজোয় যদি কনট্যাক্ট লেন্স পরার পরিকল্পনা থাকে তাহলে দেখে নিন কোন জিনিস মাথায় রাখবেন।
কনট্যাক্ট লেন্স পরে মেকআপ করুন। আর কনট্যাক্ট লেন্স পরার সময় সাবধান এবং সতর্ক থাকুন। নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। হাত ভালো করে পরিষ্কার করে নিয়ে তবেই কনট্যাক্ট লেন্স পরুন, নইলে সংক্রমণ হতে🦩 পারে।
কনট্যাক্ট লেন্স পরলে কখনই পাউডার জাতীয় আইশ্যাডো ব্যবহার করবেন না এতে চোখে আইশ্যাডো গুঁড়ো ঢুকে যাওয়ার চান্𒀰স থাকতে পারে। তার থেকে ক্রিম জাতীয় আইশ্যাডো ব্যবহার করুন।
এমন জিনিস দিয়ে মেকআপ করুন যꦏেটা ওয়াটার প্রুফ, জল লাগলেও যা ধুয়ে যাবে না। নইলে মেকআপ গলে যদি চোখে ঢুকে যায় তাহলে সংক্রমণ হতে পারে।
সব সময় পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন। সা🧔বধানে কনট্যাক্ট লেন্স ব্যবহার করুন।