Tour: মন ভালো নেই? চলুন অরোভিল!যেন বিশ্বগ্রাম, ছুঁয়ে দেখুন অরবিন্দের সমাধিস্থল Updated: 02 Feb 2023, 02:58 PM IST Satyen Pal অরোভিল। ঋষি অরবিন্দ আর শ্রীমার আদর্শে তৈরি বিশ্বগ্রাম। বলা ভালো এক গ্রামে গোটা বিশ্বের স্থান। বহু ভাষাভাষি, বর্ণ, সংস্কৃতির এক অদ্ভূত মিলনস্থল। না দেখলে এই ভারতের দেখা হবে না অনেক কিছুই।