সারা বিশ্বের গবেষকরা চেষ্টা করছেন।ꦓ কিন্তু এখনও আবিষ্কার হয়নি করোনাভাইরাসের প্রতিষেধক। তবে করোনাভাইরাস থেকে মুক্তির উপায় বাতলে দিলেন অসমের বিজেপি বিধায়ক সুমন হরিপ্রিয়া।
আরও পড়ুন : করোনাভাইরাসের উপসর্গ কী কী ? অসুখই বা কীভাবে র♚ুখবেন?
সোমবার বাজেট অধিবেশনের প্রথম দিনে বিধানসভায় সুমন𓆉 দাবি করেন, গোবরের সঙ্গে কয়েকটি পদার্থ মিশিয়ে যে সংমিশ্রণ তৈরি হয়, তা করোনাভাইরাসের নিরাময় করতে পারে। হাজোর বিধায়কের কথায়, 'শুকনো গোবর পোড়ানোর ফলে যে ধোঁয়া তৈরি হয়, তার সঙ্গে কয়েকটি উপাদান মিশিয়ে যে সংশ্রিমণ তৈরি হয়, সেটির করোনাভাইরাস নিরাময়ের ক্ষমতা আছ𒐪ে।'
আরও পড়ুন : রাজধানীতে♐ এবার করোনা হানা, আক্রান্ত তেলাঙ্গানার একজনও
তবে শুধু করোনাভাইরাস নয়, ক্যানসারের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য গোমূত্র অত্যন্ত উপযোগী বলে দাবি করেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বিজয়া চক্রবর্তীর মেয়ে। তিনি বলেন, 'গুজরাতের কয়েকটি আয়ুর্বেদিক হাসপাতালে ক্যানসার রোগীদের গোরুদের সঙ্গে রাখা হয়। তাঁদের গায়ে গোবর লাগানো হয়। দুধ, ঘিয়ের সঙ্গে গোমূত্র মিশিয়ে ওষুধ দ꧟েওয়া হয়। তা অভূতপূর্ব কাজ করেছে।'
আরও পড়ুন : জয়পুরে ইতালির নাগরিকের শরীরে মিলল করোনাভাইরাস
সেজন্য নাকি ইতিমধ্যে কেন্দ্রের প্রকল্পের অধীনে এই বিষয়ে গবেষণাও চলছে। রয়েছে রাজ্যের আয়ুর্বেদিক দফতরও। হরিপ্রিয়া বলেন, 'এখন বাজারে যে ওষুধ পাওয়া যায়, সেগুলির পরিবর্তে এই প্রক্রিয়ার মাধ্যমে যে ক্যানসার নি♌রাময় ও প্রতিরোধ করা যায়, তা আমরা খুব শীঘ্রই প্রমাণ করতে পারব। এই ধরনের বিকল্প ঔষধ অবশ্যই সফল হবে।'