ছেলেবেলা থেকে প্রতি বছর স্বাধীনতা দিবসের সকালে জাতীয় পতাকা উত্তোলন করে এসেছেন প্রণব মুখোপাধ্যায়। কিন্তু এবার হাসপাতালে ভরতি থাকায় দীর্ঘদিনের সেই নিয়মে ছেদ পড়েছে। তা নিয়ে আক্ষেপ ঝরে পড়ল প্রণব কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায়ের গলায়। একইসঙ্গে জানালেন, তিনি নিশ্🃏চিত যে স্বমহিমায় দেশের ৭৫ 🦩তম স্বাধীনতা দিবস পালন করবেন প্রাক্তন রাষ্ট্রপতি।
৭৪ তম স্বাধীনতা দিবসের সকালে টুইটারে স্মৃতিচারণায় ডুব দেন শর্মিষ্ঠা। একটি টুইটবার্তায় বলেন, ‘ছেলেবেলায় গ্রামে আমাদের আদিবাড়িতে আমার বাবা ও কাকা জাতীয় পতাকা উত্তোলন করতেন। তখন থেকে কখনও স্বাধীনতা দিবসে বাদ যায়নি তের🌠ঙা উত্তোলন। গত বছর বাড়িতে স্বাধীনতা দিবস পালনের কিছু স্মৃতি ভাগ করে নিচ্ছি। আমি নিশ্চিত, পরের বছর উনি একই করবেন। জয় হিন্দ।’
এদিকে শনিবার সকালে দিল্লি ক্যান্টনমেন্টের সেনা হাসপাতা𝄹লের তরফে জানানো হয়েছে, প্রাক্তন রাষ্ট্রপতির শারীরিক অবস্থা অপরিবর্তিত আছে। তিনি ভেন্টিলেশনেই আছেন। তবে তাঁর গুরুত্বপূর্ণ শারীরিক মাপকাঠি স্থিতিশীল রয়েছে। একটি বিশেষ♏জ্ঞ চিকিৎসকের দল তাঁর শারীরিক অবস্থার উপর নজর রাখছে।