ཧ করোনাভাইরাস মোকাবিলায় দেশের প্রত্যেক মানুষ এগিয়ে এসেছেন। একে অপরের সাহায্য করেছেন। সেজন্য সারা বিশ্বে করোনার বিরুদ্ধে ভারতের লড়াই নিয়ে আলোচনা হবে বলে বিশ্বাস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।
আরও পড়ুন : 🍸Lockdown 2.0: তেসরা মে'র পরও লকডাউন বাড়ানোর পক্ষে এই রাজ্যগুলি
ꩲরবিবার 'মন কি বাত'-এ মোদী বলেন, 'এই মহামারীর বিরুদ্ধে লড়ছে সারা বিশ্ব। ভবিষ্যতে এই মহামারীর বিরুদ্ধে যুদ্ধ নিয়ে আলোচনা হবে। এর বিভিন্ন ঘটনা স্মরণ করা হবে। আমি নিশ্চিত ভারতের জনগণচালিত এই লড়াই (সারা বিশ্বে) আলোচিত হবে। দেশের প্রতিটি প্রান্তে, একে অপরকে সাহায্যের জন্য এগিয়ে এসেছেন মানুষ। গরীবদের খাওয়ানো থেকে রেশনের বন্দোবস্ত করা, লকডাউন পালন করা, দেশীয় প্রযুক্তিতে স্বাস্থ্য সামগ্রী উৎপাদন করা - হাতে হাত ধরে পুরো দেশ একসঙ্গে একইদিকে একই লক্ষ্যের দিকে অগ্রসর হচ্ছে।'
আরও পড়ুন : 🦋Lockdown 2.0: কোন দোকান খুলবে, কোনগুলি বন্ধ রাখতে হবে - দেখে নিন কেন্দ্রের সাম্প্রতিক নির্দেশ
ꦓকরোনা মোকাবিলায় যেভাবে দেশবাসী নিজেদের ভূমিকা পালন করছেন, তারও প্রশংসা করেন মোদী। তাতে যোগ্যসংগত করছে কেন্দ্র ও বিভিন্ন রাজ্য। মোদীর কথায়, 'করোনার বিরুদ্ধে ভারতের লড়াই সত্যিই জনগণ চালিত। যৌথভাবে তা (যুদ্ধ) লড়ছে মানুষ ও প্রশাসন। আমরা ভাগ্যবান যে, প্রত্যেক নাগরিকের সঙ্গে সারা দেশ এগিয়ে আসছে এবং সেনার মতো যুদ্ধে লড়ছে।'
আরও পড়ুন : 🤪Covid-19 Updates: দেশে একদিনে সর্বোচ্চ আক্রান্ত, হটস্পট হওয়া হাসপাতাল - একনজরে করোনার পাঁচ খবর
♍এমনকী কীভাবে করোনার মোকাবিলা করা যায়, কী পরিস্থিতি দেশের, তা নিয়েও দেশবাসী বিভিন্ন পরামর্শ দিচ্ছেন বলে জানান মোদী। সাধারণত যত সংখ্যক পরামর্শ ও ফোন পান, তার তুলনায় এখন অনেক বেশি ফোনও আসছে। মোদী বলেন, 'বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের মন কি বাতের পরামর্শ আমার কাছে এসেছে। যতটা সম্ভব ততটা পড়া ও শোনার চেষ্টা করছি। কিন্তু জীবনের ব্যস্ততার মধ্যে আমায় এমন কয়েকটি বিষয়ে নজর দিতে হয়েছে, যা আপনাদের পরামর্শ তালিকায় ছিল না।'