এক বছর আগে অগস্টের দ্বিতীয় সপ্তাহেই ভারতরত্ন পেয়েছিলেন প্রণব মুখোপাধ্যায়। কিন্তু এবার সেই দ্বিতীয় সপ্তাহেই সংকটজনক অবস্থায় হাসপাতালে ভরতি আছেন তিনি। বুধবার সকালে সেই আক্ষেপ করলেন প্রাক্তন রাষ্ট্রপতির কন্যা শর্মিষ্ঠা মুখোপ🥀াধ্যায়।
একটি টুইটবার্তায় তিনি বলেন, ‘গত বছর ৮ অগস্ট আমার অন্যতম আনন্দের দিন ছিল। কারণ আমার বাবা ভারতরত্ন পেয়েছিলেন। ঠিক এক বছর পরে ১০ অগস্ট তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। যেটা ভালো ঈশ্বর যেন সেটাই করেন এবং সমানভাবে জীবনের আনন্দ ও দুঃখ মেনে নেওয়ার শক্তি যেন আমায় দেন। তাঁদের চꦑিন্তার জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।’
গত ১০ অগস্ট দিল্লি ক্যান্টনেমেন্টে রিসার্চ অ্যান্ড রেফারেল হাসপাতালে শারীরিক পরীক্ষার স🌸ময় ধরা পড়ে, প্র🔜ণববাবুর মস্তিষ্কে রক্ত জমায় বেঁধে আছে। পাশাপাশি তাঁর করোনাভাইরাস রিপোর্টও পজিটিভ আসে। সেদিনই জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের পর থেকে তাঁর অবস্থা সংকটজনক। তারপর থেকেই ভেন্টিলেশনে আছেন তিনি। তারইমধ্যে মঙ্গলবার সন্ধ্যায় উদ্বেগ বাড়িয়ে হাসপাতালের তরফে জানানো হয়, প্রণবাবুর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। ভেন্টিলেশনেই রাখা হয়েছে ৮৪ বছরের প্রাক্তন রাষ্ট্রপতিকে।