INDIA : দুই হাজারের ক🧸াছাকাছি নয়া রোগী। মৃত্যু ৭২জনের। এই ছিল শুক্রবারে দেশের করোনা পরিসংখ্যান। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩৫,০৪৩। এরমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৮৮৮৯ জন। মারা গিয়েছেন ১১৪৭ জন করোনা আক্রান্ত। কেবল মহারাষ্ট্রেই আক্রান্ত হাজারের বেশি। অন্যদিকে এদিনই সামনে এল নয়া করোন🦄া জোনের বিভাজন।
দেশে এই মুহূর্তে করোনা মুক্ত ৩১৯টি জেলা। এ🔥র মধ্যে আটটি পশ্চিমবঙ্গে। তবে বাংলার জন্য চিন্তার কথা যেটি, তা হল রেড জোন জেলার সংখ্যা এক লাফে চার থেকে বেড়ে হয়েছে দশ। পাঁচটি জেলা আছে অরেঞ্জ জোনে।
এই মূহূর্তে দেশে রেড জোনে আছে ১৩০টি জেলা। অরেঞ্জ জোনে ২৮৪টি জেলা। সবচেয়ে বেশি রেড জোন রয়েছে উত্তরপ্রদেশে (১৯)। এরপর আছে মহারাষ্ট্র (১৪)। বারোটি রেড জোন রয়েছে তামিলনাড়ুতে। রাজধানী দিল্ল🐟ির ১১টি জেলার প্রত্যেকটিকেই রেড জোনে রেখেছে কেন্দ্রীয় সরকার।
অনেক রাজ্যে বৃদ্ধির হার কমে গেলেও মহারাষ্ট্র, গুজরাত, মধ্যপ্রদেশ ও দিল্লিতে হুহু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এই নিয়েꦆ চিন্তিত রাজ্য ও কেন্দ্রীয় সরকার। ১৩০টি রেড জোন জেলায় আগামী তেসরা মে-র পরেও লকডাউন ওঠার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।