মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছে জানাতে যাবে নালিশ। আর তাই ২১০ কিমি দৌড় লাগানোর সিদ্ধান্ত নাবালিকার। রবিবারই দশ বছর বয়সি কাজল নিশাদ প্রয়াগরাজ থেকে লখনউ পর্যন্ত দৌড় শুরু করে। তার প্রশিক্ষক রজনীকান্তের তত্ত্বাবধানে কাজল ২১০ কিলোমি♓টার দৌড়ে লখনউ পৌঁছাবে। সেখানে মুখ্যম🧸ন্ত্রী যোগী আদিত্যনাথের সাথে দেখা করবে কাজল। ইন্দিরা ম্যারাথনে সম্মান না পাওয়ায় যোগীর কাছে অভিযোগ করবে সে।
কাজল গত বছর ইন্দিরা ম্যারাথনে অংশ নিয়ে দৌড় শে🎶ষ করে। ইন্দিরা ম্যারাথনে ব্যক্তিগত পর্যায়ে দৌড়ে প্রশংসিত হয় কাজল। ইন্দিরা ম্যারাথনে ১৪তম স্থান অধিকার করেছিলে এই খুদে। কিন্তু ম্যারাথনের আয়োজক ও প্রশাসনের পক্ষ থেকে তাকে কোনও সম্মান দেওয়া হয়নি। কাজল যে স্কুলে পড়াশুনা করে সেই স্কুলও কোনও কদর করেনি এই কৃতিত্বের। এই আবহে নিজের অভিমানের কথা জানাতে ম𒀰ুখ্যমন্ত্রীর কাছে যাবে কাজল।
কাজল সাত দিনের মধ্যে লখনউতে পৌঁছাবে। প্রতিদিন ৩৫ থেকে ৪০ কিলোমিটার দৌড়াবে সে। মাঝে কুণ্ডায় রাজা ভাইয়ার বাসভবনে বিশ্রাম নেবে। কাজলের প্রশিক্ষক রজনীকান্ত জানিয়েছেন, কাজল প্রাক্তন প্রধানমন্ত্রী ভিপি সিংয়ের এলাকায় (মান্দাꦑ) অবস্থিত ললিতপুরের বাসিন্দা। তিনি তিন বোনের মধ্যে সবার ছোট এবং বাবা নীরজ রেলওয়ের একজন পয়েন্টসম্যান।