১৪৭ বছরের প্রাচীন শুক্লাগঞ্জ গঙ্গা ব্রিজ। কানপুরের সেই সেতুকে চিরদিনের জন্য বন্ধ করে দেওয়া হল ൩বলে খবর। সূত্রের খবর , কয়েকদিন আগে ইটের পিলার ভেঙে গিয়েছিল। আরও একটি পিলারে চিড় ধরেছিল। এরপর আর কোনও ঝুঁকি নেয়নি পূর্ত দফত💙র। সেতুটিকে বিপজ্জনক হিসাবেই মনে করছে দফতর। এরপরই ব্রিজের দুপারের লোহার গেট বন্ধ করে দেওয়া হয়েছে। সাইকেলে, কিংবা হেঁটেও এই ব্রিজে আর পারাপার করা যাবে না। দুপাশে ইঁটের পাঁচিল তোলা হচ্ছে।
সেতুর দুপারেই বন্ধের নোটিশ টাঙানো হয়েছে। কার্যত বাতিলের খাতায় চলে গেল আস্ত একটি ব্রিজ। ইংরেজ আমলে তৈরি হয়েছিল এই সেতু। এদিকে এই সেতুকে মেরামতি করার ব্যাপারেও কথাবার্তা হচ্ছিল। কিন্তু পূর্ত দফতর জানিয়ে দিয়েছে এই সেতু মেরামতি করা সম্ভব নয়। ব্রিজ মেরামতির জন্য ২৯ লাখ টাকার যে প্রস্তাব ছিল সেটাও আপাতত ঠান্ডাঘরে পাঠানো হয়েছে। সব মিলিয়ে আপাতত তাল🤡াবন্ধই থাকবে কানপুরের শুক্লাগঞ্জ সেতু।
১৮৭৫ সালে কানপুর ও উন্নাও লখনউয়ের মধ্যে সংযোগকারཧী এই সেতু তৈরি হয়েছিল।সাত বছর চার মাস ধরে তৈরি হয়েছিল এই সেতু। সেতু নিগম আপাতত নতুন ব্রিজের প্রস্তাব দিয়েছে। দীর্ঘদিন ধরে যথাযথ যত্ন না নেওয়ার কারনে লোহায় জং ধরতে শুরু করেছিল। তার উপর বয়সের ভারে জীর্ণ এই ব্রিজ। ইটগুলিও ১০০ বছরের বেশি ♕ঠিকঠাক থাকে না। এই ব্রিজকে আর নতুন করে মেরামতি সম্ভব নয় এটা আঁচ করেই বন্ধ করে দেওয়া হল গঙ্গার উপর এই সেতু।