হাওয়াই দ্বীপপুঞ্জে মাউই অঞ্চলে বিধ্বংসী দাবানলের আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে বহু গাছপালা থেকে শুরু করে বাড়িঘর। এখনও পর্যন্ত এই দাবানলে ৮০ জনের মৃত্যু হয়꧒েছে। তাছাড়া ঘরছাড়া হয়েছেন হাজার-হাজার মানুষ। এই দাবানলে ক্ষতিগ্রস্ত হয়েছে ১৫০ বছরের একটি পুরনো বটগাছ। আমেরিকার বৃহত্তম বট বৃক্ষগুলির মধ্যে অন্যতম এই বটগাছটি ভারত থেকে নিয়ে যাওয়া হয়েছিল। 🉐সেই বটগাছটিও বিধ্বংসী দাবানল থেকে রক্ষা পায়নি।
আরও পড়ুন: দানবীয় ধোঁয়ার কুণ্ডলী ! হাওয়াই দ্বীপে ভয়াবহ দাবানলে মꦏৃত্যু ৩৬ জনের, ত্রাহি ত্রাꦰহি রব
মূল কাণ্ড ছাড়াও ৪৬ টি শাখা কাণ্ড বিশিষ্ট এই বটগাছটি ১৮৭৩ সালে মাউয়ের লাহাইনা শহরে লাগানো হয়েছিল। হাওয়াইরা স্থানীয় ভাষায় এই বটগাছকে ‘প্যানিয়ানা’ বলে থাকেন। এই বটগাছ লাগানো হয়েছিল লাহাইনা কোর্টহাউস এবং লাহাইনা হারবারের সামনে। বিশালাকার এই বট গাছটি মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম বটগাছগুলির মধ্যে একটি। বটগাছটির উচ্চতা প্রায় ৬০ ফুট । আমেরিকার সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, দাবানলের ফলে লাহাইনা শহরে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। বট গাছটি🐠র বেশিরভাগ অংশই পুড়ে গিয়েছে। শুধুমাত্র সামান্য অংশই বেঁচে রয়েছে। গত এপ্রিল মাসে এই বটগাছটির ১৫০ তম জন্মদিন পালন করেছিল স্থানীয় প্রশাসন।
এই অবস্থায় গাছটাকে কীভাবে বাঁচানো যায় সে🥃ই চেষ্টা করছে প্রশাসন। তবে শিকড় অক্ষত থাকলে গাছটি আবার বেড়ে উঠবে বলেই মত বিশেষজ্ঞদের। লাহাইনা রেস্টোরেশন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক থিও মরিসন একটি সংবাদমাধ্যমকে জানান, একটি বট গাছ সহজে মরে না। এটিও বেঁচে উঠবে। তাতে অবাক হওয়ার কিছু নেই।
হাওয়াই পর্যটন কর্তৃপক্ষের মতে, লাহাইনার একটি প্রধান ল্যান্ডমার্ক হল এই বট গাছ। তার বিশাল ঝাড়ুযুক্ত শাখা মানুষকে শীতল ছায়া প্রদান করে আসছে দীর্ঘদিন ধরে। তাছাড়া, এই বট গাছের নিচে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। লাহাইনা রেস্টোরেশন🅘 ফাউন্ডেশনের মতে, গাছটির বিশাল মূল কাণ্ড ছাডꦗ়াও ৪৬টি বড় কাণ্ড রয়েছে। প্রায় এক একর জায়গার মধ্যে তিনভাগের মধ্যে দুই ভাগ ছায়া প্রদান করে এই বটগাছ।এই বটগাছের স্বাস্থ্য এবং রক্ষণাবেক্ষণ করে থাকে মাউই কাউন্টি আর্বোরিস্ট কমিটি।
উল্লেখ্য, মাউইতে বিধ্বংসী দাবানলে এখন পর্যন্ত ৮০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, বহু বাড়ি পু💃ড়ে ধংসস্তুপে পরিণত হয়েছে।🌌 ফলে হাজার-হাজার মানুষ ঘরছাড়া রয়েছেন। তাছাড়া নিখোঁজ রয়েছেন বহু মানুষ।