সুদানে এক সেরামিক কারখানায় এলপিজি সিলিন্ডার ব্লাস্টে ১৮ জন ভারতীয় মারা গিয়েছেন। মোট মৃতে𝔍র সংখ্যা ২৩। হাসপাতালে ভর্তি ১৩০ ব্যক্তি, তাই মৃতের সংখ্যা বৃদ্ধি পেতে পারে, এই আশংকা উড়িয়ে দেওয়া যায় না।
বিদেশমন্ত্রী এই ঘটনায় খেদ প্রকাশ করে টুইট করেছেন।
সুদানের রাজধানী খারতৌমের বাহরি এলাকায় অবস্থিত ফ্যাক্টরিতে মঙ্গলবার বিস্ফারণ ঘটেছে। ভারতীয় দূতাবাস জানিয়েছে, সুদান সরকারের তরফে নিশ্চিত করে না বললেও ১৮ ভারতীয় মারা গিয়েছেন। এই বিস্ফোরণের পর থেকে ১৬ জন ভারতীয়কে খুঁজে পাওয়া যাচ্ছে না। নিখোঁজদের মধ্যে কেউ কেউ এই মৃতের তালিকায় আছেন বলে মনে করছেন ভ⛎ারতীয় দূতাবাসের অফিসাররা। মৃতদেহগুলি ঝলসে যাওয়ায় সেগুলিকে শনাক্ত করতে সমস্যা হচ্ছে।
এখ💎নও সাতজন ভারতীয় হাসপাতালে ভর্তি আছে। এর মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। প্রাণে বাঁচা ৩৪ ভারতীয়কে নিরাপদ স্থানে রাখা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে প্রয়োজনীয় নিরাপত্তা সামগ্রী ছিল না কারখানায় । অনেক দাহ্য পদার্থও মজুত করা ছিল ফ্যাক্টরির মধ্যে, যে কারণে দ্রুত ছড়ায় আগুন। লেলিহান শিখায় ঝলসে যায় ঘর থেকে অনেক দূরে গিয়ে 🍌কাজ করতে আসা শ্রমিকরা।