দীপাবলির অনুষ্ঠানকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়াল জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। ছাত্রদের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল ক্যাম্পাস চত্বর। ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মঙ্গলাবার রাতে দুপক্ষের সংঘর্ষের সময় কিছু ছা🅠ত্রকে ‘প্যালেস্তাইন জিন্দাবাদ’ স্লোগান দিতে শোনা যায়।
আরও পড়ুন: পড়ুয়াদের স𝔉ংঘর্ষ JNU-তে, মুখোশ পরে🔯 লাঠি হাতে ঘুরে বেড়াল কারা? দায়ের জোড়া FIR
জানা গিয়েছে, মঙ্গলবার রাতে দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া ক্যাম্পাসে একটি দীপাবলির অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। বিজেপি ছাত্র সংগঠন এবিভিপি’র তরফে এই বার্ষিক দীপাবলি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই সময় অন্য গোষ্ঠীর কিছু পড়ুয়া প্রদীপ নিভিয়ে দেওয়ার চেষ্টা করে বলে অভিযোগ। এই ঘটন𝄹াকে কেন্দ্র ꦐকরে দুপক্ষের মধ্যে প্রথমে বচসা ও পরে মারপিট বেঁধে যায়।
সংবাদ সং⛄স্থা পিটিআই জানিয়েছে, ঘটনার সময়কার বেশ কিছু ভিডিয়ো অনেকেই সোশ্যাল মাধ্যমে আপলোড করেছেন। তাতে দেখা যাচ্ছে, জামিয়া ক্যাম্পাসে দীপাবলি উদযᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚাপনের সময় একদল লোক স্লোগান দিচ্ছে। বেশ কয়েকজনকে ‘প্যালেস্তাইন জিন্দাবাদ’ স্লোগান দিতে শোনা যায়। অভিযোগ, দীপাবলির অনুষ্ঠান ব্যাহত করার জন্য ইচ্ছাকৃতভাবেই এমনটা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বিশ্ববিদ্যালয়ের ৭ নম্বর গেটের কাছে সন্ধে সাড়ে ৭ টা নাগাদ।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োতে আরও দেখা যাচ্ছে, যে একটি গোষ্ঠী স🌺্লোগান দিয়ে অনুষ্ঠানস্থলে প্রবেশ করছে। তাতে বাধা দিতে গেলেই দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। খবর পেয়ে সেখানে পৌঁছয় প্রচুর সংখ্যক পুলিশ। এরপরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ঘটনার জেরে জামিয়া মিলিয়া ইসলামিয়ার গেটের বাইরে প্রꦅচুর পুলিশ মোতায়েন করা হয়। তবে ঘটনায় কতজন আহত হয়েছে বা কাউকে গ্রেফতার অথবা আটক করা হয়েছে কিনা সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র জানান, বিশ্ববিদ্যালয় দীপাবলির ছুটির কারণে বন্ধ থাকবে। তাই ছাত্ররা ছুটিতে বাড়ি ফেরার আগে প্রতিবারের মতো এবারও দীপাবলি উদযাপনের সিদ্ধান্ত নিয়েছিল। বিশ্ববিদ্যালয়ের সাত নম্বর গেটের কাছে গুলিস্তান-ই-গালিবে দীপাবলির অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নেওয়া হয়েছিল এবং কিছু অধ্যাপককেও এই কর্মসূচিতে আমন্ত্রণ জানানো হয়েছিল। সেই সময় ♎এই ঘটনা ঘটে।