মুম্বইয়ের ন্যাশানাল ইনস্টিটিউট অফ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারꦕিং (NITIE) সেটাই এবার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টে( IIM) -এ উন্নীত করা হচ্ছে। ইতিমধ্য়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় ক্যাবিনেট এই বিলে সম্মতি জানিয়েছে। খবর মিন্ট সূত্রে।
১৯৬৩ সালে তৈরি হয়েছিল এই NITIE Mumbai।ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম ও ইন্টারন্যাশানাল লেবার অর্গানাইজেশনের সহযোগিতায় এই ইনস্টিটিউট পথ চলা শুরু করেছিল। গত ৬০ বছর এই ইনস্টিটিউট বিজনেস এডুকেশনের ক্ষেত্রে একেবারে সামনের স💮ারিতে রয়েছে। সেই ইনস্টিটিউটকে এবার ইন্ডিয়ান ইনস্ট🧸িটিউট অফ ম্যানেজমেন্টে( IIM) -এ উন্নীত করার ছাড়পত্র মিলেছে। নিঃসন্দেহে বড় উদ্যোগ।
২০ জুলাই থেকে ১১ অগস্ট পর্যন্ত সংসদে বাদল অ🅘ধিবেশন। তার আগে মন্ত্রিসভা একাধিক বিলে সবুজ সংকেত দিয়েছে। তার মধ্য়ে এই বিলটাও অন্যতম।
দেশের মধ্য়ে প্রথম দুটি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ🉐 ম্য়ানেজমেন্ট, একটি হল আইআইএম কলকাতা সেটি তৈরি হয়েছিল ১৯৬১ সালের নভেম্বর মাসে। আর ত𓆏ারপর ডিসেম্বর মাসে তৈরি হল আইআইএম আমেদাবাদ।
এরপর সময় ক্রমশ এগিয়েছে। দেশের বিভিন্ন 𝄹প্রান্তে একের পর এক ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্য়ানেজমেন্ট তৈরি হয়েছে। বর্তমানে গোটা দেশে ২০টি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্য়ানেজমেন্ট রয়েছে। এবার ২১ তম ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্য়ানেজমেন্ট হতে যাচ্ছে দেশের বাণিজ্য নগরী মুম্বইতে। ন্যাশানাল ইনস্টিটিউট অফ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং (NITIE) সেটাই এবার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টে( IIM) -এ উন্নীত করা হচ্ছে।
বেঙ্গালুরু, লখনউ, কোঝিকোড়, ইন্দোর, শিলং, রায়পুর, রাঁচি, রোহতক তিরুচিরাপল্লি, উদয়পুর সহ দেশের বিভিন্ন প্রান্তে রয়েছে এই ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টে( IIM)। তবে এবার মুম্বইতে একটু অন্যভাবে তৈরি হবে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টে( IIM)। সেখানে ন্যাশানাল ইনস্টিটিউট অফ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়া💧রিং (NITIE) আগে থেকেই ছিল। কিন্তু কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদনে সেটাই এবার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টে( IIM) -এ উন্নীত করা হচ্ছে।