মেঘনা নদীতে খোঁজ মিলল বিশালাকায় এক সামুদ্রিক মাছের। সেই মাছটি অবশ্য জলে থাকা পাখি বলে ভুল করতেই পারেন অনেকে। লম্বায় ৭ ফুট, ওজনে ২২ কেজির এই মাছটি ধরা পড়ে মেঘনায় মাছ ধরতে যাওয়া মৎসজীবীর জালে। বাংলাদেশের সংবাদপত্র 'প্রথম আলো'-র খবর অনুযায়ী বাংলাদেশের মেঘনায় রিপন নামক এক মাঝির জালে ধরা পড়েছে 'সেইল ফিশটি'। এটি বিক্রি হয়েছে বাংলাদেশি মুদ্রার ৭৭০০ টাকায়। এদিকে বাংলাদেশের সংবাদপত্র 'প্রথম আলো'কে বাংলাদেশের কমলনগরের মৎস্য কর্মকর্তা মহম্মদ আবদুল কুদ্দুস জানিয়েছেন, এই ধরনের বিরল সামুদ্রিক 'পাখি মাছ' এর আগে কখনও মেঘনা নদীর আশেপাশে থাকা মানুষ দেখেননি।এই মাছের বৈজ্ঞানিক নাম হল ইস্টিওফোরাস প্ল্যাটিপ্টারাস। মাছটির নাম 'সেইল ফিশ' নেওয়ার কারণ এর বিশাল পাখনা। নৌকার পালে এর সঙ্গে এই পাখনার সাদৃশ্য থাকায় এই নামকরণ। এই মাছের পাখনাটি নাকি পাখির ডানার মতো দেখতে লেগেছিল মেঘনার সেই মৎসজীবীদের। তাই তাঁরা এর নাম দিয়েছিলেন 'পাখি মাছ'।এই সেইল ফিশ নাকি সমুদ্রে বসবাসকারী অন্যতম দ্রুততম প্রাণীদের একটি। এটি ঘণ্টায় ১১০ কিলোমিটার বেগ পর্যন্ত গতিতে ছুটতে পারে সমুদ্রের জলে। আবার শিকারের কাছে এসে রঙ বদলের ক্ষমতাও আছে সেইল ফিশের। তবে সামুদ্রিক এই মাছ কীভাবে নদীতে চলে এল? সেই বিষয়ে 'প্রথম আলো'-কে ঢাকা মৎস্য দফতরের প্রধান বৈজ্ঞানিক এসএম মহিবউল্লাহ জানান, মাছটি সমুদ্র থেকে ভুলক্রমে নদীতে চলে এসে থাকতে পারে। তবে মাছের এহেন ভুলের জন্যে রিপন মাঝির লক্ষীলাভ হল।