চুল এবং দাড়ি সাদা করে বুড়ো সেজে কানাডার বিমানে ওঠার চেষ্টা করছিলেন। দাবি করেন যে তাঁর বয়স ৬৭। কিন্তু শেষপর্যন্ত তাঁর পরিকল্পনা সফল হল না। দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে চেকিংয়ের সময় ধরা পড়ে গেলেন ২৪ বছরের এক যুবক। তাঁকে দিল্লি পুলিশের হাতে তুলꦺে দিয়েছেন বিমানবন্দরে নিরাপত্তার দায়িত্বে থাকা সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের (সিআইএসএফ) জওয়ানরা। জাল পাসপোর্ট এবং পরিচয় গোপনের অভিযোগে তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে বলে সূত্রের খবর।
কীভাবে ওই যুবককে পাকড়াও করা হল?
মঙ্গলবার সন্ধ্যায় দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৩ থেকে ওই ব্যক্তিকে পাকড়াও করা হয়। সিআইএসএফের এক সিনিয়র অফিসার জানিয়েছেন যে ওই যুবকের অঙ্𒈔গভঙ্গি দেখে সন্দেহজনক বলে মনে হয়েছিল। সেজন্য তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। সেইসময় ওই যুবক নিজেকে ৬৭ বছরের বৃদ্ধ রাশবিন্দর সিং সাহোতা হিসেবে দাবি করেন। এয়ার কানাডার বিমানে চেপে তাঁর দিল্লি থেকে উড়ে যাওয়ার কথা আছে বলে জানা𝓰ন।
কিন্তু পাসপোর্ট দেখার পরে সিআইএসএফের সন্দেহের মাত্রা আরও বাড়ে। ওই অফিসার বলেছেন, ‘ওই ব্যক্তির আচার-আচরণ, কণ্ঠস্বর এবং গায়ের চামড়া দেখে মনে হচ্ছিল যে তাঁর বয়স অনেকটাই কম। পাসপোর্টে যে বয়স দেওয়া আছে, তার থেকে অনেকটাই কম 🌸বয়স্ক লাগছিল তাঁকে। ভালোভাবে দেখতে বোঝা যায় যে নিজের চুল এবং দাড়ি সাদা করেছেন ওই ব্যক্তি। যাতে বয়স্ক লাগে, সেজন্য চশমাও পরেছিলেন।’
সিআইএসএফের ওই সিন▨িয়র অফিসার আরও জানিয়েছেন, সেই পরিস্থিতিতে তাঁকে আরও জিজ্ঞাসাবাদ করা হয়। সেইসময় ন♕িজের আসল পরিচয় জানান ওই ব্যক্তি। তিনি দাবি করেন যে আদতে তাঁর বয়স ২৪। নাম হল গুরুসেবক সিং। সেই নামের পাসপোর্টের একটি ছবিও পাওয়া গিয়েছে তাঁর ফোনে।
পাসপোর্টে কী লেখা ছিল?
জালি পাসপোর্ট অনুযায়ী, রাশবিন্দর পঞ্জাবের জলন্ধরে জন্মগ্রহণ করেছেন। ২০২৫ সালের ২ জুলাই পর্যন্ত পাসপোর্টের মেয়াদ আছে। অন্যদিকে, গুরুসেবক নামে যে পাসপোর্ট আছে, তাতে জন্মতারিখ দেওয়া হয়েছে ২০০০ সালের ১০ জুন। জন্মস্থান হিসেবে🌳 লখনউয়ের উল্লেখ আছে। তিনি এখন লখনউয়ে থাকেন বলে লেখা আছে। আর পাসꦏপোর্টের মেয়াদ আছে ২০২৩ সালের ৩ জানুয়ারি পর্যন্ত।
দিল্লি পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে
জাল পাসপোর্ট এবং পরিচয় গোপনের কারণে তাঁকে দিল্লি পু꧃লিশের হাতে তুলে দেওয়া হয়েছে। তাঁর কাছে যে যে সামগ্রী ছিল, সেগুলি বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানিয়েছেন সিআইএসএফের ওই সিনিয়র ๊অফিসার।