২৬/১১ মুম্বই হামলার ধাঁচে জঙ্গি হামলা চালানো হবে। এমনই হুমকি বার্তা পেল মুম্বই পুলিশ। বিষয়টির সঙ্গে অবহিত আধিকারিকরা জানিয়েছে💛ন, পাকিস্তানের একটি ফোন নম্বর থেকে মুম্বই পুলিশের ট্র্যাফিক লাইনের হোয়্যাটসঅ্যাপে সেই হুমকি বার্তা পাঠানো✤ হয়েছে।
সূত্র উদ্ধৃত করে 'হিন্দুস্তান টাইমস'-র প্রতিবেদনে জানানো হয়েছে, ২০০৮ সালের ২৬ নভেম্বরের ধাঁচে মুম্বইয়ে (২৬/১১ মুম্বইয়ে জঙ্গি হামলা চালানো হয়েছিল) ছয়জন হামলা চালাবে বলে দাবি করা হয়েছে। বিষয়টি আপাতত তদন্ত করে দেখছে মুম্বই পুলিশ। তদন্ত শুরু করেছে একাধিক কেন্দ্রীয় সংস্𝔍থা এবং গোয়েন্দা সংস্থা। তবে পুরো বিষয়টি নিয়ে সরকারিভাবে আপাতত কোনও মন্তব্য করা হয়নি।
আরও পড়ুন: 26/11, কর্তব্যে অবিচল,আত্মীয়কে হারিয়েও সেদিন দায়িত্ব থেকে সরেননি NSG Chie🧸f
২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বইয়ের একাধিক জায়গায় হামলা চালিয়েছিল লস্কর-ই-তৈবার ১০ জঙ্গি। জঙ্গি হামলায় মৃত্যু হয়েছিল ১৬৬ জনের। আহত হয়েছিলেন ৩০০ জনের বেশি। সেই ঘটনার ক্ষত এখনও শুকোয়নি। তারইমধ্যে ২৬/১১-র ধাঁচে মুম্বইয়ে হামলা চালানোর হুমকি বার্তা দেওয়ায় উদ্বেগ তৈরি হয়েছে। হুমকি বার্তা নিয়ে শিবসেনার সাংসদ প্রিয়াঙ্🍨কা চতুর্বেদী বলেন, ‘প্রথমে রায়গড়ে অস্ত্র উদ্ধার, তারপর হুমকি বার্তা পেল পুলিশ। কী হচ্ছে মহারাষ্ট্রে?’
রায়গড়ে অস্ত্র উদ্ধার
গত বৃহস্♔পতিবার মহারাষ্ট্রের রায়গড় জেলার হরিহরেশ্বরের কাছে অস্ত্র, বিস্ফোরক বোঝাই একটি নৌকা উদ্ধার করা হ🍨য়েছিল। নৌকায় তিনটি একে-৪৭ রাইফেল, বিস্ফোরক এবং গুলি ছিল।
রায়গড়ের বিধায়ক অদিতি তাটকরে দাবি করেন, রায়গড় এলাকায় সন্দেহজনক🐼 নৌকা খুঁজে পাওয়া নিঃসন্দেহে উদ্বেগজনক। পুলিশ বিষয়টি তদন্ত করে করছে। তদন্তের জন্য বিশেষ টিম গঠন ꦓকরা হয়েছে। রায়গড়ের এসপি অশোক জানিয়েছেন, পুলিশ হরিহরেশ্বর সৈকত থেকে একটি সন্দেহজনক নৌকা খুঁজে পেয়েছে। নৌকাটিতে তল্লাশি চালিয়ে তিনটি রাইফেল, অনেক কার্তুজ ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
আরও পড়ুন: মুম্বই হামলার চক্রী হা🤪ফিজ সইদ ঘনিষ্ঠ ৬ জঙ্গিকে বেকসুর খালাস লাহোর হাইকোর্টের
পরে অবশ্য মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ বলেন, ‘নৌকাটির মালিক একজন অস্ট্রেলিয়ান মহিলা। তাঁর স্💖বামী এই নৌকার ক্যাপ্টেন। নৌকাটি মাসকট থেকে ইউরোপে যাচ্ছিল এবং ২৬ জুন যাত্রা শুরু করেছিল। প্রবল জোয়ার এবং উত্তাল সমুদ্রে আটকা পড়ার পরে নৌকাটির ক্যাপ্টেন SOS পাঠান। কোরিয়ান নৌবাহিনীর একটি বোট তাঁদের উদ্ধার করে ওমান কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে। নৌকাটি সমুদ্রে ভেসে আজ হরিহরেশ্বরে এসে পৌঁছায়।’