ভয়াবহ পথ দুর্ঘটনা মেক্সিকোতে। পাহাড়ি রাস্তার খাদে উলটে গেল যাত্রীবাহী বাস। ঘটনায় অন্তত ২৭ জনꦜ নিহত হয়েছেন। এছাড়া, আহত হয়েছেন অনেকেই। বুধবার ঘটনাটি ঘটেছে মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় ওক্সাকা প্রদেশে। বাসটি প্রায় ৮০ ফুট নিচে পড়ে যায়। ফলে ঘটনাস্থলেই ওই যাত্রীদের মৃত্যু হয়। আহতদের চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে ভর♏্তি করা হয়েছে।
আরও পড়ুন: গভীর রাতে দাউ দাউ করে জ্বলে উঠল বাস𓆉, ঘুমন্ত অবস্থায় পুড়ে মৃত্যু ২৫ যাত্রীর
ওক্সাকার 🐭প্রসিকিউটর বার🌟্নার্ডো রদ্রিগেজ আলামিল্লা জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী, ২৭ জনের মৃত্যু হয়েছে এবং ১৭ জন আহতকে চিকিৎসার জন্য ওই অঞ্চলের বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটেছে। জানা গিয়েছে, আহতদের মধ্যে কমপক্ষে ৬ জনের অবস্থা গুরুতর।
প্রশাসনিক কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় পরিবহণ সংস্থা দ্বারা চালিত বাসটি মঙ্গলবার রাতে রাজধানী মেক্সিকো সিটি রওনা দিয়েছিল। বাসটি সান্টিয়াগো ডি ইয়োসোন্ডুয়া শহরের দিকে যাচ্ছিল। সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, পাহাড়ি রাস্তা দিয়ে যাওয়ার সময় গাড়๊ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। তখনই বাসটি উলটে যায়।
এক প্রশাসনিক কর্মকর্তা জেসুস রোমেরো জানান, ‘যান্ত্রিক ত্রুটি থাকার কারণে সম্ভবত গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন। এরপরেই বাসটি ৮০ ফুট নিচে পড়ে যায়। তিনি জানান, ওই পরিবহণ সংস্থা মেক্সিকো সিটি থেকে প্রতিদিন পরিষেবা দিয়ে থ🐼াকে। তিনি জানান, আহত যাত্রীদের স্থানীয় হাসপাতꦿালে ভর্তি করা হয়েছে।
এই ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জ🐠ানিয়েছেন ওক্সাকার গভর্নর সালোমন জারা। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘ম্যাগডা𝓀লেনা পেনাস্কোতে দুর্ঘটনার জন্য আমরা গভীরভাবে দুঃখিত।’ তিনি বলেন, ‘আমাদের উদ্ধারকারী দল তৎপরতার সঙ্গে উদ্ধরকাজ করেছেন এবং আহতদের সব ধরনের সহায়তা করা হচ্ছে।’
উল্লেখ্য, মেক্সিকোতে মারাত্মক সড়ক দুর্ঘটনা প্রায়শই ঘটে। এএফপির প্রতিবেদন অনুসারে, সাধারণত দ্রুত গতিতে গাড়ি চালানোর কারণে প্রায়ই সেখানে দুর্ঘটনা ঘটে। আবার অনেক যানবাহনের অবস্থা জরাজীর্ণ থাকার কারণে এই দুর্ঘট🐎না ঘটে থাকে। দেশের মহাসড়কে পণ্যবাহী ট্রাকের দুর্ঘটনাও বেড়েছে। গত বুধবার সেখানে পথ দুর্ঘটনায় ৮ জন আহত হয়েছেন। গত মে মাসে পথ দুর্ঘটনায় ১৮ জন মেক্সিকান পর্যটকের মৃত্যু হয়। এছাড়াও, একটি হাইওয়েতে একটি যাত্রীবাহী ভ্যানের সঙ্গে ট্রাকের সংঘর্ষে ১৩ জন নিহত হয়েছিলেন।