সেন্ট্রাল কনজিউমার প্রটেকশন ꦕঅথরিটি মালুকা আইএএস কোচিং ইনস্টিটিউটের উপর ৩ লাখ টাকা জরিমানা আরোপ করেছে। ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষা ২০২২-এ র আগে তাদের তরফ থেকে বিজ্ঞাপন দেওয়া হয়েছিল। সেখানে উল্লেখ করা হয়েছিল যে এই ইনস্টিটিউটে পড়াশোনা করল সাফল্য আসবেই। মূলত পড়ুয়াদের প্রলোভন দেওয়ার জন্যই এই বিশেষ পদ্ধতি নেওয়া হয়েছিল। তার জেরেই এনিয়ে খোঁজখবর নেওয়া শুরু করে সংশ্লিষ্ট নজরদারি সংস্থা। এরপরই এনিয়ে কড়া ব্যবস্থা নেওয়া হল।&nbཧsp;
ওই সংস্থার পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে তাদের অন্তত ১২০জন পড়ুয়া তাদের ইনস্টিটিউটে পড়াশোনা করে বিরাট সাফল্য পেয়েছে। সিসিপিএ জানিয়েছে, এটা নিশ্চ❀িত করা হয়েছে যে এই ধরনের বিজ্ঞাপনের জেরে সমস্যায় পড়ে যেতে পারেন পড়ুয়ারা। সেকারণেই ব্যবস্থা নেওয়া হয়েছে। এই ধরনের মিথ্যে ও বিভ্রান্তিমূলক বিজ্ঞাপন যাতে দেꦫওয়া না হয় সেটা বলা হয়েছে।
কনজিউমার প্রটেকশন অ্যাক্ট ২০১৯ অনুসারে ওই ইনস্টিটিউটকে জরিমানা করা হয়েছে। সিসিপিএর চিফ কমিশনার নিধি খারে জানিয়েছেন, সিসিপিএ বুঝতে পারে যে ইনস্টিটিউটের তরফে নানা ধরনের বিজ্ঞাপন দেওয়া হয়েছিল। মূলত কোর্স সংক্রান্ত বিজ্ঞাপন দেওয়া হয়েছিল।কিন্তু সেখানে যে ছবি ব্যবহার করা হয়েছিল তারা কী ধরনের কোর্স করেছেন সেটা উল্লেখ করা হয়নি।
এদিকে সিসিপিএর তরফ থেকে একটি নোটিশ জারি করা হয়েছিল। সেই নোটিশের জবাবে মালুকা আইএএস ১৩৬জন সফল প্রার্থীর নাম উল্ল🤡েখ করে। কিন্তু দেখা যায় তার মধ্য়ে মাত্র দুজন তাদের কাছ থেকে টাকার বিনিময়ে কোর্স মেটিরিয়াল ক্রয় করে পড়াশোনা করেছেন। বাকিরা কেবলমাত্র ফ্রি ইন্টারভিউ গাইডেন্স কোর্সটি করেছেন। সেটা একেবারেই বিনামূল্যে। আর তাদের ছবি ছাপিয়েও ব্যবসা করছিল সংস্থা। সেকারণে এবার কড়া ব্যবস্থা নিল ক্রেতা সুরক্ষা কর্তৃপক্ষ।