🃏 গাজার রাফায় ইজরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় মৃত্যু হয়েছে কমপক্ষে ৪৫ জনের। যার মধ্যে রয়েছে বহু শিশু। এই হামলার পরেই ইজরায়েলের বিরুদ্ধে তীব্র নিন্দায় সরব হয়েছে গোটা বিশ্ব। প্রথমে ইজরায়েলি সেনাদের দাবি ছিল, তারা জঙ্গি ঘাঁটিতে সফল অভিযান চালিয়েছে। তবে সমালোচনার মুখে পড়তেই ভুল স্বীকার করে নিলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতনিয়াহু। এই ঘটনাকে ‘দুঃখজনক ভুল’ বলে মন্তব্য করেছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী।
আরও পড়ুন: 𝓰ইজরায়েলে হামলা চালিয়ে দিল ইরান, ভোর হতে না হতেই শোনা গেল পরপর বিস্ফোরণ
♓হামাসের সঙ্গে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য আন্তর্জাতিক সমালোচনার সম্মুখীন হচ্ছে ইজরায়েল। এমনকী মিত্র দেশ বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রও সাধারণ নাগরিকের মৃত্যুতে ক্ষোভ প্রকাশ করেছে। উল্লেখ্য, গত সপ্তাহে রাফায় হামলা বন্ধের জন্য ইজরায়েলকে নির্দেশ দিয়েছিল আন্তর্জাতিক আদালত। তা সত্ত্বেও হামলা চালিয়ে যাচ্ছে ইজরায়েল।
🍸রবিবার রাফায় হামলার পরেই ইজরায়েলি সেনা বাহিনী এক্স হ্যান্ডেলে বিবৃতি জারি করে জানিয়েছিল, হামাস জঙ্গিদের একটি ঘাঁটিতে তারা হামলা করেছে। তাতে দুই শীর্ষ স্থানীয় জঙ্গি নিহত হয়েছে। আর এরজন্য নিজেদের গোয়েন্দা সংস্থাকে কৃতিত্ব দিয়েছিল ইজরায়েলি সেনা। তবে প্যালেস্তাইন দাবি করে আসছিল, শরণার্থী শিবিরে এই হামলা চালানো হয়েছিল। যার ফলে গত বছর থেকে শুরু হওয়া যুদ্ধে এখনও পর্যন্ত ৩৬ হাজার জনের মৃত্যু হয়েছে প্যালেস্তাইনে।
🦹তারপরেই সোমবার ইজরায়েলের পার্লামেন্টে বক্তৃতা দেওয়ার সময় নেতানিয়াহু বলেন, ‘নিরীহ নাগরিকদের ক্ষতি না করার জন্য আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও রবিবার একটি দুঃখজনক ভুল হয়েছে। আমরা ঘটনাটির তদন্ত করছি। তারপরে এনিয়ে ব্যবস্থা নেওয়া হবে।’
ꦺপ্রসঙ্গত, রবিবার রাফার তেল আল সুলতান এলাকায় হামলা চালায় ইজরায়েলি সেনা। জানা যাচ্ছে, সপ্তাহ দুয়েক আগে যেখানে আশ্রয় নিয়েছিলেন হাজারেরও বেশি নাগরিক। গাজার স্বাস্থ্য মন্ত্রকের দাবি, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। তার অন্যতম কারণ হল রাফার কোনও হাসপাতালে চিকিৎসার জন্য পর্যাপ্ত ওষুধ নেই, পরিকাঠামো নেই। বেশির ভাগ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরাও যুদ্ধে নিহত হয়েছেন। ফলে ফলে গুরুতর আহতদের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।
♒উল্লেখ্য, সাত মাসেরও বেশি সময় ধরে গাজায় অভিযান চালাচ্ছে ইজরায়েলি সেনা। গাজার স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, এখনও পর্যন্ত ইজরায়েলি হামলায় প্রায় ৩৬ হাজার প্যালেস্তাইনি নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন ৮০ হাজারের বেশি মানুষ।